৮ জানুয়ারি, এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন দীপিকা পাড়ুকোন। গতকাল ক্যাম্পাসে সাবরমতী হস্টেলের বাইরে টি পয়েন্টে জেএনইউ প্রাক্তনী এবং শিক্ষক সংগঠনের প্রতিবাদসভার আয়োজন হয়।সেই সভায় ছিলেন কানহাইয়া কুমার। কানহাইয়া যখন আজাদির স্লোগান তুলছিলেন, তাঁদের সকলের পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকা।সাড়ে সাতটা নাগাদ ক্যাম্পাসে পৌঁছে প্রথমে ঐশীর সঙ্গে দেখা করেন।তারপর তিনি বলেন, তিনি কোনও বক্তৃতা দিতে আসেননি, শুধু ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিতেই এসেছেন। গতকাল দীপিকা এক চ্যানেলকে বলেছিলেন, ‘‘মানুষ যে নির্ভয়ে বেরিয়ে এসে নিজের মত প্রকাশ করছেন, সেটা খুব ইতিবাচক।’’
এনআরসি-সিএএ এবং জামিয়া-জেএনইউয়ের পড়ুয়াদের উপরে আক্রমণের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঢল নেমেছে। এবং সেই প্রতিবাদে যুক্ত হয়েছেন বহু বলিউড তারকারাও।সকলেই এবিষয়ে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়।উল্লেখ্য সম্প্রতি দীপিকার স্বামী রণবীর সিংহ প্রধানমন্ত্রীকে ‘জাদু কি ঝাপ্পি’ দিয়েছিলেন, সেই দীপিকা আজ NRC এর বিরুদ্ধে প্রতিবাদসভায় যোগ দিয়েছেন।পাশাপাশি যদিও গেরুয়া শিবির থেকে পাল্টা আক্রমণ শুরু হয়ে গিয়েছে।