দিল্লিতে JNU-এর ছাত্রদের উপর হামলার ঘটনায় সোচ্চার মহানগরী কলকাতা

দিল্লিতে JNU-এর ছাত্রদের উপর হামলার ঘটনায় সোচ্চার মহানগরী কলকাতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৬ জানুয়ারি, এসইউসিআইয়ের ছাত্র সংগঠন এ আই ডি এস ও-এর পক্ষ থেকে এদিন বিক্ষোভ সংগঠিত হয় কলকাতার রাজপথে। গতকাল দিল্লির অন্যতম সম্মানিত প্রতিষ্ঠান জহরলাল নেহেরুর ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী এবং অধ্যাপিকা দের ওপর রাতের অন্ধকারে হুলিগানদের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে সোমবার রাজ্যজুড়ে তৃণমূল যুব সংগঠন তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিলের আয়োজন করছে। সেই মতো আজ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে বালুরঘাট কলেজ মোড়ে এসে শেষ হয়।

জানা গিয়েছে, মুনিরকা পাশ থেকে বহিরাগতদের একটি জনতা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়, যার জেরে তাদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ এবং জেএনএসইউর সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র গুরুতর আহত হয়েছেন। আজ সকাল থেকেই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই মিছিলে এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বরীশ সরকার, তৃণমূল কংগ্রেস টাউন যুব সভাপতি মহেশ পারেখ, তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও আজ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন বিল কলেজগুলিতে জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ এর জন্য আয়োজন করা হয় এই ঘটনার প্রেক্ষিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top