অন্যের নিয়োগ পত্র জাল করে চাকরি, তদন্তে সিআইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার মুর্শিদাবাদের বহরমপুরে শিক্ষা দফতরের অফিসে সিআইডি’র দল। শনিবার নিয়োগ দুর্নীতির তদন্তে বহরমপুরে ডিআই অফিসে আসে সিআইডি’র আধিকারিকরা। জেলা শিক্ষা দফতরের অফিসে সিআইডি’র তিন সদস্যের দল। সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশীষ তেওয়ারি ছেলে অনিমেষ তেওয়ারির নিয়োগ সংক্রান্ত বিষয়ের তদন্ত সিআইডির প্রতিনিধি দল।
আশিষ তেওয়ারি বিরুদ্ধে অভিযোগ অন্যের ডকুমেন্ট জালিয়াতি করে ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই শিক্ষকতার সুযোগ করে দিয়েছেন। সুতির গোঠা হাইস্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনা সামনে আসায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিন ডিআই অফিসে তলব করা হয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাস, বর্তমান ডিআই অমর কুমার শীলকে। যে শিক্ষকের নিয়োগপত্র জালিয়াতি করে চাকরি করছিলেন অনিমেষ তেওয়ারী বলে আদালতে মামলা দায়ের হয় । সেই শিক্ষককেও তলব করেছে সিআইডি।
ডিআই দপ্তরে আসেন গোঠা হাই স্কুলের পরিচালন সমতির সভাপতিও। এর আগেই ১৯ তারিখ স্কুলের প্রধান শিক্ষকের নামে সুতি থানায় দায়ের হয়েছে এফআইআর। এফআইআর করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর ছেলের নামেও। এদিন পৌনে চারটে নাগাদ ডিআই অফিসে পৌঁছান এসএস সিআইডি অনীশ সরকার। নিয়োগ সংক্রান্ত বিষয়ের বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখে সিআইডি প্রতিনিধিরা। যদিও সিআইডির তদন্তের মাঝে কোনরকম মন্তব্য করতে চাননি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে এবার মুর্শিদাবাদের বহরমপুরে শিক্ষা দফতরের অফিসে সিআইডি’র দল। শনিবার নিয়োগ দুর্নীতির তদন্তে বহরমপুরে ডিআই অফিসে আসে সিআইডি’র আধিকারিকরা। জেলা শিক্ষা দফতরের অফিসে সিআইডি’র তিন সদস্যের দল। সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশীষ তেওয়ারি ছেলে অনিমেষ তেওয়ারির নিয়োগ সংক্রান্ত বিষয়ের তদন্ত সিআইডির প্রতিনিধি দল। আশিষ তেওয়ারি বিরুদ্ধে অভিযোগ অন্যের ডকুমেন্ট জালিয়াতি করে ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই শিক্ষকতার সুযোগ করে দিয়েছেন।
সুতির গোঠা হাইস্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনা সামনে আসায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিন ডিআই অফিসে তলব করা হয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাস, বর্তমান ডিআই অমর কুমার শীলকে। যে শিক্ষকের নিয়োগপত্র জালিয়াতি করে চাকরি করছিলেন অনিমেষ তেওয়ারী বলে আদালতে মামলা দায়ের হয় । সেই শিক্ষককেও তলব করেছে সিআইডি। পত্র জাল