প্রকাশিত হল ২০২১ ডাবলু বি জেইর রেজাল্ট। ৬ আগস্ট প্রকাশিত হয় রেজাল্ট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে ফলপ্রকাশ করা হয়। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে কাউন্সিলিং। এই কাউন্সিলিং এর প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর।
এই বছরের জয়েন্টের জন্য রেজিস্ট্রেশন করেছিল প্রায় ৯২,৬৯৫ জন। জয়েন্টে পরীক্ষা দিয়েছে ৭১ শতাংশ। অর্থাৎ ৬৫,১৭০ জন অংশগ্রহণ করেছিল। এবারে পাশের হার ৯৯.৫ শতাংশ অর্থাৎ ৬৪,৮৫০ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৭৪ শতাংশ এবং ছাত্রীদের সংখ্যা ২৬ শতাংশ। জেনে নেওয়া যাক এবারের জয়েন্ট এর প্রথম দশের তালিকা।
প্রথম- পাঞ্চজন্য দে, রহড়া রামকৃষ্ণ মিশন।
দ্বিতীয়- সৌম্যজিৎ দত্ত, বাঁকুড়া জেলা স্কুল।
তৃতীয়- ব্রতীন মণ্ডল, শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল।
চতুর্থ- অঙ্কিত মণ্ডল, এস সি কেজরিওয়াল বিদ্যাপীঠ, লিলুয়া।
পঞ্চম- গৌরব দাস, নারায়ণা ই-টেকনো স্কুল।
ষষ্ঠ- আয়ূষ গুপ্তা, দিল্লি পাবলিক স্কুল, মেগাসিটি, কালিকাপুর।
সপ্তম- ঋতম দাশগুপ্ত, আর্মি পাবলিক স্কুল কলকাতা।
অষ্টম- সপ্তর্ষ ভট্টাচার্য, বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর।
নবম- ঋষি কেজরিওয়াল, সেস্ট স্টিফেন স্কুল, দমদম।
দশম- সৌহার্দ্য দত্ত, বালিগঞ্জ গভঃ হাইস্কুল