নিউজ ডেস্ক, কলকাতা, ৮ অক্টোবর, ২০২০: আজ রাজ্য জুড়ে শুধুই বিক্ষোভের ছবি। বিজেপির নবান্ন অভিযানে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ শ্লোগান বিজেপির মহিলা মোর্চারা। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি, মহানগরীর রাস্তায় মোতায়েন বিপুল পুলিশ বাহিনী। হাওড়া ময়দান থেকে, সাঁতরাগাছি, কলকাতা সব জায়গাই বহাল একই চিত্র।
নবান্ন অভিযানে প্রধান নেতৃত্বে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এছাড়াও, সকাল থেকেই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় মিছিলের নেতৃত্ব দিতে তেজস্রী সূর্য, সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু। ৭ দফার বিজেপির আজকের নবান্ন অভিযান। যুব সমাজের দাবি নিয়ে বিজেপীর যুব মোর্চার অভিযান। সোনারপুরে ট্রেনে যাওয়া নিয়ে বিজেপির সঙ্গে পুলিশের লাঠিচার্জ।
আরও পড়ুন…বিজেপির ডেপুটেশন কর্মসূচী ঘিরে বিক্ষোভ
সিসি ক্যামেরা, ড্রোনের মাধ্যমে চলছে নবান্নে নজরদারি।পাশাপাশি, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত কমপক্ষে ৪ হাজার পুলিশ বাহিন। র্যাফ সহ চারিদিকে পুলিশের লাঠিচার্জ থেকে জল কামানের ছবি ধরা পড়েছ।