আগামী শনিবার পঞ্চায়েত মামলার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি সিনহা

আগামী শনিবার পঞ্চায়েত মামলার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি সিনহা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগামী শনিবার পঞ্চায়েত মামলার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি সিনহা। পঞ্চায়েতে ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স লুঠ বা মারামারি-র মতো অভিযোগ উঠেছিল, সেগুলির নিষ্পত্তি করতেই সব সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতে চায় আদালত। পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় দেড় মাস কেটে গেলেও একাধিক মামলার নিষ্পত্তি হয়নি এখনও। প্রায় প্রতিনিয়ত চলছে শুনানি। কোথাও ছড়িয়ে থাকা ব্যালট নিয়ে অভিযোগ, কোথাও গণনা কেন্দ্রে গন্ডগোল! এবার সেরকম একগুচ্ছ মামলার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) । আগামী শনিবার ওই সব ফুটেজ দেখবেন বিচারপতি। সোমবার শুনানি চলাকালীন এ কথা জানিয়েছেন তিনি। এদিনও একাধিক পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি চলছিল তাঁর বেঞ্চে।

 

 

 

 

 

 

 

সব পক্ষের আইনজীবীদের উপস্থিতিতেই ওই ফুটেজ দেখতে চান তিনি। বিচারপতির মন্তব্য, বেশ কিছু মামলা আছে যার রায় দিতে হলে ওই সব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১ টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হবে।

 

 

 

 

 

উল্লেখ্য, এত বেশি মামলায় বিরক্ত হয়েছেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর কিছু শোনা হবে না।

 

 

 

আরও পড়ুন – মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব! বিচারপতির কড়া প্রশ্নের…

 

 

 

 

যে সব জায়গায় বুথ ও গণনা কেন্দ্রে গন্ডগোল, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স লুঠ বা মারামারি-র মতো অভিযোগ উঠেছিল, সেগুলির নিষ্পত্তি করতেই সব সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতে চায় আদালত। রেজিস্ট্রার জেনারেলের অফিসে সে সব ফুটেজ সংরক্ষিত আছে। বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) সেগুলি এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছেন। শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যতিক্রমী ভাবেই সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর, শনিবার দিন নির্দিষ্ট করা হয়েছে।

 

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top