Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
সরাসরি বিজেপি ও শুভেন্দু অধিকারীর নাম করে গভীর ষড়যন্ত্রের শিকার

সরাসরি বিজেপি ও শুভেন্দু অধিকারীর নাম করে গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেন জ্য়োতিপ্রিয় মল্লিক

সরাসরি বিজেপি ও শুভেন্দু অধিকারীর নাম করে গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেন জ্য়োতিপ্রিয় মল্লিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মিলল না জামিন, ফের সাতদিনের ইডি হেফাজত বালুর

স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়াj কথা। হাসপাতাল সূত্রে খবর, জ্য়োতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার জন্য় মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষার পর এদিন দুপুরে বনমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। তাঁর স্বাস্থ্য-পরীক্ষার বিশদ রিপোর্ট কোর্টে জমা পড়ার কথা। এদিকে, এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর মুখে সরাসরি বিজেপি ও শুভেন্দু অধিকারীর নাম করে গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেন জ্য়োতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুনঃ দিনভর জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক

‘বিজেপি (BJP) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ষড়যন্ত্র’, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে হাসপাতালে যাওয়ার পথে মন্তব্য রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick Arrest)।  এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে, ব্যাঙ্কশাল কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীনও বার বার ফিরোজ এডুলজিকে স্পেশ্যাল পিপি হিসেবে সওয়াল করতে দেখা গিয়েছিল। এদিন, রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও স্পেশ্যাল পিপি হিসেবে তাঁকে নিয়োগ করেছে ইডি।

 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফিরোজ এডুলজিকে নিয়ে বিতর্ক হয়। তৃণমূলের নেতারা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, কামদুনি-কাণ্ডের অভিযুক্তদের হয়ে সওয়াল করেছিলেন ওই আইনজীবী। সেই তাঁর উপরই ভরসা রাখছে ইডি! সূত্রের খবর, এদিন কোর্টে পেশ করে বনমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে নেওয়ার ্জি জানাবে কেন্দ্রীয় এজেন্সি।

 

আপাতত যা খবর, তাতে আজ ও আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও ইডি হেফাজতে রয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান। আগামীকাল তাঁকে কোর্টে পেশ করার কথা। সেক্ষেত্রে আজ, জ্যোতিপ্রিয়র ইডি হেফাজত মঞ্জুর হয়ে গেলে আগামী ২৪ ঘণ্টা বাকিবুর এবং বনমন্ত্রীকে একসঙ্গে নিজেদের হেফাজতে পাবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর, তাঁরা দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান। সেক্ষেত্রে আজ ও আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

 

আপাতত যা খবর, তাতে আজ ও আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও ইডি হেফাজতে রয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান। আগামীকাল তাঁকে কোর্টে পেশ করার কথা। সেক্ষেত্রে আজ, জ্যোতিপ্রিয়র ইডি হেফাজত মঞ্জুর হয়ে গেলে আগামী ২৪ ঘণ্টা বাকিবুর এবং বনমন্ত্রীকে একসঙ্গে নিজেদের হেফাজতে পাবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর, তাঁরা দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান। সেক্ষেত্রে আজ ও আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top