নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৫ অক্টোবর, ২০২০:মুর্শিদাবাদের দুর্গা পুজো প্রস্তুতি নিয়ে পুলিশ সুপার কে সবরি রাজকুমার এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন সাইন টিভি ২৪*৭ এ। “আমাদের পুজো সুরক্ষিত পুজো এই মোটো নিয়েই এগচ্ছেন মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন।
করোনা আবহের মধ্যে মুর্শিদাবাদে কিভাবে দুর্গা পুজোয় কি কি নিয়ম মানতে হবে তা বিস্তারিত জানিয়েছেন। প্রথমত, অবশ্যই মাস্ক বাধ্যতামূলক। মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি। ভির করা যাবে না পুজো মণ্ডপ গুলিতে। মণ্ডপে প্রবেশ ও বাহিরের দুটি গেট রাখতে হবে।
আরও পড়ুন… মহাত্মা গান্ধীজীর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রেলওয়ের একটি অভিনব উদ্যোগ …
যাতে ভিড় এড়ানো যায়।কোন মতেই যেন জমায়েত না করা হয় সেই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপারকে সবরি রাজকুমার।