কাবুল (Kabul) বিমানবন্দর থেকে ভারতীয় সহ ১৫০ জনকে অপহরণ করে তালিবানরা!

কাবুল (Kabul) বিমানবন্দর থেকে ভারতীয় সহ ১৫০ জনকে অপহরণ করে তালিবানরা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Kabul

 

 

কাবুল (Kabul)  বিমানবন্দর থেকে ভারতীয় সহ ১৫০ জনকে অপহরণ করে তালিবানরা!
ছবি সংগ্রহে সাইন টিভি

কাবুল (Kabul) বিমানবন্দর থেকে ১৫০ জনকে জোর করে তুলে নিয়ে গিয়েছে তালিবান জঙ্গিরা। এই ১৫০ জনের মধ্যে অধিকাংশই ভারতীয়। এর পাশাপাশি কিছু অফগান শিখ এবং আফগানিস্তানের সাধারণ মানুষও রয়েছেন বলে সূত্রের খবর।

 

তালিবানদের খপ্পর থেকে পালিয়ে আসা এক ব্যক্তি এই তথ্য সামনে এনেছেন। তিনি জানান, তালিবানদের হাত থেকে বাঁচার জন্য কাবুল (Kabul) বিমানবন্দরে গোপন গাড়ি করে রওনা গিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনওভাবে সেই খবর আগেই তালিবান পেয়ে যায়।

 

আর ও পড়ুন  তৃণমূল (tmc) নেতার বন্দুক হাতে ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ (Dilip)

 

কাবুল (Kabul) বিমানবন্দরে ঢোকার একটু আগেই  গাড়ি দাঁড় করিয়ে দেয় তালিবানরা। সেই গাড়িগুলি তারা অন্যদিকে নিয়ে চলে যেতে থাকে। সুযোগ বুঝে ওই ব্যক্তি গাড়ি থেকে ঝাঁপ দেন স্ত্রীকে নিয়ে। কোনওরকমে তালিবানদের চোখে ধুলো দিয়ে তাঁরা পালিয়ে আসতে সক্ষম হন।

 

তিনি আরও জানান, তালিবানরা তাঁদের জানায় অন্য গেট দিয়ে বিমানবন্দরে ওই ব্যক্তিদের প্রবেশ করানো হবে। ওই ব্যক্তির দাবি, তালিবানরা কোথায় ওই ব্যক্তিদের নিয়ে গিয়েছে সেটা তিনি জানেন না। ওই ১৫০ জন আদৌ সুস্থ রয়েছেন কিনা, সেটাও এখন জানা নেই।কিন্তু তালিবানদের তরফ থেকে এখনও এই সম্পর্কে কিছু বলা হয়নি। তালিবানদের মুখপাত্রও পুরো বিষয়টি অস্বীকার করেছে।

 

আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের ধাপে ধাপে এদেশে ফেরাচ্ছে কেন্দ্র।তবুও এখনও সেখানে বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছেন বলে সূত্রের খবর। তার মধ্যে অবশ্য আমাদের রাজ্যেরও নাগরিকরা রয়েছেন। এই অবস্থা ওই ১৫০ জনের মধ্যে ঠিক কতজন ভারতীয় নাগরিকদের তালিবান তুলে নিয়ে গিয়েছে, সেটা এখনও জানা যায়নি। এই বিষয় খোঁজ নিচ্ছে কেন্দ্র।

 

উল্লেখ্য, কাবুল (Kabul) বিমানবন্দর থেকে ১৫০ জনকে জোর করে তুলে নিয়ে গিয়েছে তালিবান জঙ্গিরা। এই ১৫০ জনের মধ্যে অধিকাংশই ভারতীয়। এর পাশাপাশি কিছু অফগান শিখ এবং আফগানিস্তানের সাধারণ মানুষও রয়েছেন বলে সূত্রের খবর। তালিবানদের খপ্পর থেকে পালিয়ে আসা এক ব্যক্তি এই তথ্য সামনে এনেছেন। তিনি জানান, তালিবানদের হাত থেকে বাঁচার জন্য কাবুল (Kabul) বিমানবন্দরে গোপন গাড়ি করে রওনা গিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনওভাবে সেই খবর আগেই তালিবান পেয়ে যায়।

 

কাবুল (Kabul) বিমানবন্দরে ঢোকার একটু আগেই  গাড়ি দাঁড় করিয়ে দেয় তালিবানরা। সেই গাড়িগুলি তারা অন্যদিকে নিয়ে চলে যেতে থাকে। সুযোগ বুঝে ওই ব্যক্তি গাড়ি থেকে ঝাঁপ দেন স্ত্রীকে নিয়ে। কোনওরকমে তালিবানদের চোখে ধুলো দিয়ে তাঁরা পালিয়ে আসতে সক্ষম হন।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top