Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
The death suicide bombing outside Kabul Airport has risen to 100

কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো

কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Kabul Airport

 

কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০  ছাড়ালো
ছবি সংগ্রহে সাইন টিভি

 

কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা একশ ছাড়াল। এমনটাই সূত্রের খবর।   জোড়া বিস্ফোরণ ও গুলিবর্ষণে ১৩ মার্কিন সেনা এবং অন্তত ৯০ জন আফগানের প্রাণহানি ঘটেছে।  কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটে, যেখানে মার্কিন ও ব্রিটিশ সেনারা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তার ঠিক বাইরে জোড়া বিস্ফোরণ ঘটে।

 

এদিকে, ইসলামিক স্টেট (আইএস) এরই মধ্যে বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলেছে। এর আগে এই ঘটনার জন্য মার্কিন কর্তৃপক্ষও আইএসকে দায়ী করেছিল। ইসলামিক স্টেটের আফগান সহযোগী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) যুক্তরাষ্ট্র ও তালেবানবিরোধী একটি সংগঠনটি হিসেবে পরিচিত।  নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে তালেবানের একজন কর্মকর্তা বলছেন।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ১৩ জন মার্কিন সেনা রয়েছে।  আর, পেন্টাগনের মুখপাত্র বলছেন—নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বেশ কিছু বেসামরিক মানুষ রয়েছেন।  প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের (Kabul Airport) কাছে ব্যারন হোটেলের আশপাশে।

 

আরো পড়ুন  আজ আপনাদের জন্য রইল কাজলি মাছের (Kajal fish) দুটি রেসিপি

 

এই হোটেলে যুক্তরাজ্যে যাঁরা যেতে চাইছিলেন, তাঁদের নথিপত্র ব্রিটিশ কর্মকর্তারা যাচাই-বাছাই করছিলেন।  প্রথম বিস্ফোরণের পর গুলিবর্ষণের শব্দ শোনা যায় এবং এরপরই দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের ঢোকার অন্যতম প্রধান গেট—অ্যাবে গেটের কাছে।

 

এগারো দিন আগে তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার পর এই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশিদের পাশাপাশি আফগানরাও রয়েছেন তাদের মধ্যে।  দেশ ছাড়ার চেষ্টায় হাজার হাজার আফগান মরিয়া হয়ে বিমানবন্দরের (Kabul Airport) ভেতরে ও বাইরে অপেক্ষা করছেন প্রতিদিন।  এই নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেখানে হামলা চালাতে পারে বলে খবর আসছিল গত কয়েক দিন ধরেই।

 

কাবুল বিমানবন্দর (Kabul Airport) সন্ত্রাসী হামলার ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলেছিল গত বুধবার।  এই সতর্কবার্তার মধ্যেই যুক্তরাজ্যের আর্মড ফোর্সেস বিভাগের জুনিয়র মন্ত্রী জেমস হিপি বৃহস্পতিবার বলেন, কাবুল বিমানবন্দরে মারাত্মক হামলার চেষ্টা হতে পারে বলে ‘খুবই বিশ্বাসযোগ্য’ খবর আছে তাঁর কাছে।

 

তিনি বলেছিলেন, সম্ভবত কয়েক ঘণ্টার মধ্যেই সেরকম কিছু ঘটতে পারে।  এরপর আফগানিস্তানের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানান, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top