বিরোধীদের লাঠি-ঝাঁটা দিয়ে তাড়া করার নিদান কাজল শেখের , সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি গ্রেফতার হওয়ার পর জেলাকে বিশেষভাবে নজর দিয়েছে রাজ্যের শাসকদল থেকে বিরোধী সকলেই। এহেন আবহে এবার বিরোধীদের হুঁশিয়ারি বীরভূম জেলার কোর কমিটির সদস্য তথা তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। তিনি বলেন, “বিরোধীদের ঝাঁটা-লাঠি নিয়ে তাড়া করুন। আমরা সকলেই আপনাদের সঙ্গে থাকব।” গত বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বীরভূমের লাভপুর মিছিল ও পথসভা করে। সেই সভা থেকে সুকান্ত মজুমদার বীরভূম জেলার কোর কমিটির সদস্য ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে হুঁশিয়ারি দেন।
কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বিজেপি গত কয়েকদিন আগে সিউড়ি বলুন লাভপুর বলুন ধমকানো চমকানোর চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্যে বলব,বিগত দিনে হাজার-হাজার কাজল শেখ বাংলার বুকে ছিল। যারা গর্জে উঠেছিল। সঙ্গবদ্ধ হয়ে সিপিএমকে তাড়িয়েছিল। তাই বিজেপি তাদের দিকে একবার তাকিয়ে দেখবেন। তারা যদি আবার গর্জে ওঠে,আবার সঙ্গবদ্ধ হয়। তখন কী হবে।” এরপর কর্মীদের উদ্দেশ্য করে কাজল বলেন যে, ভোটের সময় সঙ্গবদ্ধ হয়ে লাঠি-ঝাঁটা দিয়ে তারা করার নিদান দেন তিনি। কাজল বলেন, “যে ভাবে সিপিআইএম-এর হার্মাদদের তাড়িয়েছি,সেইভাবে শুধু বাংলা নয় ভারত থেকে তারাব ওদের।”
আরও পড়ুন – ২০২৪ পর্যন্ত কোনও টাকাই দেবে না কেন্দ্র বললেন মমতা
গত বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বীরভূমের লাভপুর মিছিল ও পথসভা করে। সেই সভা থেকে সুকান্ত মজুমদার বীরভূম জেলার কোর কমিটির সদস্য ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে হুঁশিয়ারি দেন। এরপর সোমবার তৃণমূলের তরফে পাল্টা পথ সভা ও প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়।
আরও পড়ুন – ‘শরীর ভাল নেই’, ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ালো অনুব্রত মন্ডলের
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )