মধ্যরাতে কাজলের প্রয়োজন শাহরুখকে, না বলতেই বুঝে গিয়েছিলেন স্বামী অজয় দেবগণ ! শাহরুখ খান (Shah Rukh Khan)ও কাজলের (kajol)সম্পর্ক নিয়ে বি-টাউনে (B-Town) প্রথম থেকেই কান পাতলে নানা গুঞ্জন সামনে উঠে আসতে দেখা যায়। শাহরুখ (Shah Rukh Khan)কাজল (Kajol)পর্দায় সমীকরণ মানেই এক অন্যস্বাদের প্রেমকাহিনি। তবে সেই সম্পর্কের মাঝেও যে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল তা বিটাউন সূত্রে একাধিকবার স্পষ্ট হয়ে যায়। তবে এই সম্পর্কের জেরেই নাকি রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছিল কাজলকে (Kajol)? তাঁদের সেই সমীকরণই নাকি বিন্দুমাত্র পছন্দ করেন না অজয় দেবগণ (Ajay Devgn)। আর ঠিক সেই কারণেই তিনি কাজল (Kajol)ও শাহরুখের (shah Rukh Khan) ছবিতে বারে বারে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন।
যখন কাজলের বাবা মারা গিয়েছিলেন, অজয় দেবগণ (Ajay Devgn)প্রথম ফোনটা করেছিলেন অভিনেতা শাহরুখ খানকে (Shah Rukh khan)। অবিশ্বাস্য লাগলে এটাই সত্যি। শাহরুখ খান তখন বিমানবন্দরের পথে। সেই সময় অজয় দেবগণের মেসেজ পেয়ে তিনি চলে এসেছিলেন। অজয় (Ajay Devgn)স্পষ্ট শাহরুখ খানকে জানিয়ে ছিলেন, তিনিই প্রথম, যাঁকে এই খবরটা অজয় দেবগণ দিলেন। তিনি যেন চলে আসে তাড়াতাড়ি, কারণ কাজলের পাশে থাকাটা দরকার। এমনই বন্ডিং এই স্টার জুটির মধ্যে। তাই বচসা বা সন্দেহের কোনও অবকাশই ছিল না।
আরও পড়ুন – ব্যস্ত দিন শুরু হওয়ার আগে সকালে ৫ মিনিট এই কাজ করুন, জেল্লা…
যদিও একবার এই মর্মে নিজেই মুখ খুলেছিলেন শাহরুখ খান (Sha Rukh Khan)। তিনি জানান, অজয়ের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ঠিক কতটা গভীর। ভুল বোঝাবুঝির জল্পনাতে জল ঢেলে শাহরুখ খান জানিয়ে ছিলেন, তার তিনটের সময়ও যদি কাজলকে প্রয়োজন পরে, তবে তিনি নিঃসন্দেহে অজয় দেবগণকে একটা মেসেজ করতে পারেন। তাঁরা যেহেতু একই প্রফেশনে আছেন, তাই প্রয়োজন, কাজটা সকলেই বোঝেন। তাই অজয়ের কোনও অসুবিধেই হওয়ার কথা নয়।এমনই বন্ডিং এই স্টার জুটির মধ্যে। তাই বচসা বা সন্দেহের কোনও অবকাশই ছিল না।মধ্যরাতে কাজলের প্রয়োজন শাহরুখকে (Shah Rukh Khan), না বলতেই বুঝে গিয়েছিলেন স্বামী অজয় দেবগণ l শাহরুখ (Shah Rukh Khan)কাজল (Kajol)পর্দায় সমীকরণ মানেই এক অন্যস্বাদের প্রেমকাহিনি।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )