হাল্কা মেজাজে দিলীপ-কল্যাণ, দিলীপকে শুভেচ্ছা জানালেন কল্যাণ? কিন্তু কেন ? কেন্দ্রীয় মন্ত্রিসভায় নাকি ঠাঁই পাচ্ছেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই খবরেই তাঁকে আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আচমকাই দিলীপ ঘোষের সঙ্গে কল্যাণ বন্দোপাধ্যায়ের দেখা হয়ে যায়। হাত মিলিয়ে তৃণমূল সাংসদ শুভেচ্ছা জানান দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ এবং কল্যাণ বন্দোপাধ্যায়ের সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়েছে সংবাদ এবং সমাজ মাধ্যমে।
চব্বিশের লক্ষ্যকে সামনে রেখেই গত ৩১ জুলাই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়াও অমিত শাহ, জে পি নাড্ডারও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে। দেশের সমস্ত রাজ্যের সাংসদদের সঙ্গেই প্রধানমন্ত্রী আলাদা আলাদা করে বৈঠক করেন। এই বৈঠক শুরু হয় ৩১ জুলাই । প্রথম দিনের বৈঠকে ডাক পান পশ্চিমবঙ্গের সাংসদেরা। পর্যায়ক্রমে বাকি রাজ্যের এনডিএ সাংসদদের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করেন।
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে একদিকে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে, পাশাপাশি, প্রধানমন্ত্রীও বাংলা সহ গোটা দেশের সব রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক করেছেন৷ বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। ২৪-এর ভোটে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে সলতে পাকানোর কাজও শুরু করে দিয়েছে বিরোধীরা। পটনা এবং বেঙ্গালুরুতে বৈঠক করার পাশাপাশি বিজেপি বিরোধী জোট নিজেদের নামকরণ করেছে ‘ইন্ডিয়া’।
আরও পড়ুন – এক সপ্তাহ আগেই খুলে গেল ছবির অগ্রীম বুকিং, মুক্তির আগেই লক্ষ্মীলাভের আশা…
আরও পড়ুন – ‘আত্মমর্যাদার বিরুদ্ধে আর কাজ করতে পারছি না’, ভরা এজলাসে পদ থেকে পদত্যাগের…
প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তিনি।
( সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলে করুন Facebook পেজ এবং Youtube )