নিউজ ডেস্ক, কলকাতা, ২৪ অক্টোবর, ২০২০:আগের থেকে খানিকটা সুস্থ কপিল দেব। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি আজ সকালেই একটি টুইট বার্তায় জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ। উল্লেখ্য, শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।
রাতেই তাঁকে জরুরি অস্ত্রোপচার করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো যদিও অস্ত্রোপচারের পর থেকেই কপিল ভালো আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা শনিবার তাঁর একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।তাতে দেখা যাচ্ছে পাশে রয়েছেন তাঁর কন্যা আমিয়া। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ৬১ বছরের কপিলকে কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। এখন তিনি আইসিইউতে রয়েছেন। কপিল নিজেও তাঁর ফ্যানদের উদ্দেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আগের তুলনয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ।