
করিনা ( Karina ) কাপুরের জন্য প্রেমিকের অভাব নেই। তাঁর জন্য হাপিত্যেশ করে মরেন বহু পুরুষ। সেই করিনা কাপুর নাকি এক জনের সঙ্গে ডেট করতে চেয়েও এগোতে পারেননি! আগেই করিনা ( Karina ) নিজেই সেকথা বলেছিলেন। বলেছিলেন, রাহুল গান্ধীকে ডেট করতে চান।
২০০২ সালে ‘রঁদেভু উইথ সিমি গাঢ়েওয়াল’ অনুষ্ঠানে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন করিনা ( Karina ) । সিমি জিজ্ঞেস করেছিলেন, কোন সেলেবকে ডেট করতে চান করিনা? জবাবে বেবো বলেছিলেন, ‘জানিনা, এটা বলা ঠিক হবে কিনা, হয়তো বির্তক হতে পারে। তবে রাহুল গান্ধীকে ডেট করতে চাই’। এও বলেছিলেন, তাঁর এবং রাহুল গান্ধীর বংশের মিল রয়েছে কিছু।
আর ও পড়ুন জেনে নিন কৃতির উজ্জ্বল ও ঝলমলে ত্বকের ( skin ) আসল রহস্য ?
তাছাড়াও আরও একটি কারণে রাহুলকে তাঁর ভালো লাগে, বলেছিলেন করিনা। কী সেই কারণ? করিনার মতে, ‘রাহুল রাজনীতি করা পরিবারের ছেলে, তাঁর সঙ্গে যে কোনও কথোপকথনই ইন্টারেস্টিংই হবে’। এই সাক্ষাৎকার যখন দিয়েছিলেন, তখন সদ্য বলিউডে পা রেখেছিলেন করিনা। নবাগতা নায়িকা নিজের ভাবাবেগ, ইচ্ছে মোটেও লুকিয়ে রাখেননি।
কিন্তু ২০০৯ সালে করিনার কাছে এই রাহুল–প্রীতির বিষয় জানতে চাইলে, তিনি অস্বীকার করেন। সে সময় করিনা জানান, ভবিষ্যতে রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু, ডেট করতে চান না। পরে করিনা আরও বলেন, ‘এই ঘটনা বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। আমাদের দুই পদবির জনপ্রিয়তা রয়েছে বলেই তখন ওই কথা বলেছিলাম।’
এর পর কেটে গিয়েছে আরও এক দশক। সফল নায়িকা, নবাবের ঘরণি, দুই সন্তানের মা করিনা কি এখনও ডেট করতে চান রাহুলকে? যা নিয়ে জল্পনা কিন্ত আজ ও রয়েছে অনুরাগীদের মধ্যে।