Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Katrina - Vicky secretly engaged without anyone noticing?

সবার অলক্ষ্যে একেবারে গোপনে বাগদান সারলেন ক্যাটরিনা (Katrina)-ভিকি (Vicky)?

সবার অলক্ষ্যে একেবারে গোপনে বাগদান সারলেন ক্যাটরিনা (Katrina)-ভিকি (Vicky)?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Katrina
সবার অলক্ষ্যে একেবারে গোপনে বাগদান সারলেন ক্যাটরিনা (Katrina)-ভিকি (Vicky)?
ছবি সংগ্রহে সাইন টিভি

গোপনে নাকি বাগদান সেরেছেন ক্যাটরিনা (Katrina) কাইফ-ভিকি (Vicky) কুশল। শুধু বলিপাড়ায় নয়, অন্তর্জালেও চাউর এ গুঞ্জন।  অনুরাগীদের সঙ্গে এক প্রকার এই বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছেন দুই তারকা। বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা যায় ক্যাটরিনা (Katrina) ও ভিকিকে।

 

কিন্তু তবুও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন না তাঁরা।  যা রটে, তার কিছুটা তো বটে—এত দিনে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি (Vicky) কুশলের মধ্যে বচনের ‘বটে’র মতো কিছু যে আছে, তা নিশ্চিত! অন্তত সূত্রের খবর তো তা-ই বলছে।

 

সূত্রের খবর অনুযায়ী, দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। প্রায়ই একসঙ্গে বিভিন্ন স্থানে দুজনকে দেখতে পাওয়া যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুঞ্জনের পালে হাওয়া লাগে যথারীতি।  যদি এ গুঞ্জন বিশ্বাস করেন, তবে ক্যাটরিনা (Katrina) কাইফ ও ভিকি (Vicky) কুশল গোপনে রোকা অনুষ্ঠানে আং‌টি বদল করেছেন দুজনে। তবে এই নিয়ে দুজনেই মুখ খোলেননি। খবরটি কত‌টা সত্যি তা নিয়েও জল্পনা চলছে।

 

ক্যাটরিনা ও ভিকির বাগদানের গুঞ্জনের পর ভক্তরা উদগ্রীব কবে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।অনেকে আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খানের জন্য দুঃখপ্রকাশ করেছেন।   আবার অনেকেই ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন। অনেকে বলছেন, এবছরের শেষের দিকেই চার হাত এক হচ্ছে।

 

আর ও পড়ুন     আফগানিস্তানের (Afghanistan) কাবুল (Kabul) বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খলা

 

কয়েক দিন আগে ক্যাটরিনা ও ভিকি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানির ‘শেরশাহ’ সিনেমা দর্শনে যান। সেখানে পাপারাজ্জিরা ছবি তুলতে গেলে এড়িয়ে যান ক্যাট।

 

এর আগে এক অনুষ্ঠানে ক্যামেরার সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি কুশল। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খান। তবে ক্যাটরিনা-ভিকি দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে নারাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top