নিজস্ব সংবাদদাতা উত্তর ২৪পরগণা ২৯ অক্টোবর ২০২০: খড়দহের রুইয়া পশ্চিম পাড়ায় বুধবার মোবাইল নিয়ে বাচ্চাদের মধ্যে ঝামেলা থেকে দুই পরিবারের মধ্যে পৌঁছে গেলে সেই ঝামেলা মেটাতে ঐদিন সন্ধ্যায় স্থানীয় ক্লাবে সালিসি সভা ডাকে এলাকাবাসীরা আর সেই সালিসি সভায় নিজেদের মধ্যে গন্ডগোল বেঁধে যায়।

তখন ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ। পুলিশের ওপর চড়াও হয় সকলে। এরপর পুলিশ লাঠিচার্জ করলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সে সময় একজন পুলিশকর্মীর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে ।এরপর পুলিশ তখনকার মতন চলে যায় পরে রাত দেড়টা নাগাদ ঐ এলাকায় ঢুকে 25 / 30 টি বাড়ি ভাঙচুর করে এবং রিক্সা ,ভ্যান, দোকান বাদ যায়নি কিছুই। বেধড়ক মারধর করে মহিলা ও শিশুদের।
আরও পড়ুন… কৃষকদের চাহিদা মেটাতে পোঁছাল এমওপি পটাশ সারের তৃতীয় জাহাজ
বেশ কয়েক জন গুরুতর জখম হয়। এরপর পুলিশ এলাকা থেকে 15 জনকে তুলে নিয়ে যায়। আজ সকালে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় রহড়া থানার সামনে। তখন বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে দেয়।



















