খোকা আর খোকা নয় দম্পতি

খোকা আর খোকা নয় দম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০: চলছে বিয়ের মরসুম। সম্প্রতি টলি পাড়ার সাত পাকে বাঁধা পড়তে চলেছে গৌরব দেবলীনা। তা নিয়ে ইতি মধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন। অবশেষে দীর্ঘ দিনের নাট্য দুনিয়ার বান্ধবী মধুরিমা গোস্বামীর সাথে সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ ভট্টাচার্য

গত এক দেড় বছর ধরে চলছিল খোকার বিয়ে নিয়ে নানা জল্পনা নানা গুঞ্জন। অবশেষে তার অবসান ঘটলো।নাট্য দুনিয়ায় আলাপ মধুরিমা গোস্বামীর সঙ্গে। বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘‌সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ।‌ ‘‌হস্তগত’ আর ‘‌উদারনীতি’ বলে দু’‌টো নাটক মঞ্চায়িত হয়েছিল কয়েক বছর আগে। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ। অনির্বাণের বিয়ের খবর শুনে বহু মহিলা অনুরাগীর মন ভেঙে গেছে একথা কেউই অস্বীকার করতে পারেনা। একদম ঘরোয়া ভাবে বৃহস্পতিবার সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল বিয়ের আসর। রেজিস্ট্রির পর মালাবদল এবং সিঁদুর দানের মধ্যে দিয়েই বিয়ে হল অনির্বাণ মধুমিতার। নিমন্ত্রিত ঘনিষ্ট মহলের ১০০-১৫০জন। মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ ছিল।

 

আরও পড়ুন…দিয়াগো মারাদোনার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আজ বড়ো করে অনুষ্ঠানের আসর বসার কথা যেখানে উপস্থিত থাকবেন টলি পাড়ার বিশিষ্ট অতিথিগণ।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top