কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! টুইট করায় নিন্দার ঝড় কমল আর খানের দিকে

কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! টুইট করায় নিন্দার ঝড় কমল আর খানের দিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! টুইট করায় নিন্দার ঝড় কমল আর খানের দিকে, সিড-কিয়ারা রিসেপশনের দিন বোমা ফাটালেন কমল আর খান।বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। ৭ তারিখে জয়সলমেরে রূপকথার মতো বিয়ে। তার পর রবিবার ছিল সিড-কিয়ারার বৌভাতের অনুষ্ঠান। তার মাঝেই বোমা ফাটালেন কমল আর খান। কিয়ারা নাকি মা হতে চলেছেন! স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান জানান, অভিনেত্রী সন্তানসম্ভবা। এটাই নাকি বলিউডের নয়া ট্রেন্ড। তাঁর কথায়, ‘‘বলিউডের নতুন ধারা, আগে অন্তঃসত্ত্বা হবে, তার পর বিয়ের পিঁড়িতে বসবে, এই ছকেই চলছে এখন। ভালই চলছে সব।

 

 

আরও পড়ুন – আবার সব শুরু করতে চান কর্ণ? পরিচালক হিসাবে তাঁকে কেউ পাত্তা দেয়…

 

 

কেআরকে-এর এ হেন টুইটে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। এমনিতেই বলিউডের সঙ্গে কমলের আদায়-কাঁচাকলায় সম্পর্ক। বলিউডের মুণ্ডপাত কিংবা অভিনেতাদের কাটাছেঁড়া না করে তিনি কি আর বেশি দিন চুপচাপ বসে থাকতে পারেন! তাই সিড-কিয়ারার বৌভাতের দিন এমন মন্তব্যে প্রায় শোরগোল পড়ে গিয়েছে। যদি সিদ্ধার্থ কিংবা কিয়ারার কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁদের কেআরকে জবাব দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। কেউ তাঁকে ‘উন্মাদ’ বলেছেন। কেউ উপদেশ দিয়েছেন ‘‘আপনি নিজে একবার অন্তঃসত্ত্বা হয়ে দেখুন না।’’ কেউ আবার জানতে চেয়েছেন তাঁর এই ধরনের খবররে সূত্র ঠিক কারা! বিতর্কিত টুইটের জন্য বিভিন্ন সময় বেকায়াদায় পড়েছেন কমল আর খান। এমনকি জেলেও যেতে হয়েছে তাঁকে। তবে তাতেও যে বিশেষ হুঁশ ফিরেছে তাঁর, এমনটা নয়। স্বমহিমায় রয়েছেন কেআরকে।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top