কিয়ারার হাতে ঝুলছে প্রজাপতি, কুকুর, আইফেল টাওয়ার! কী এই নতুন স্টাইল ?বলিউডের তারকাদের স্টাইল ফলো করেন ইয়াং জেনারেশন। এই মূহুর্তে বিয়ের গয়নার বাজারে রীতিমতো ঝড় তুলেছে ‘কলিরে’। কিয়ারা আদবানি (Kiara Advani) বিয়ের দিন পরেছিলেন এই হাতের গয়না। একটু ভাল করে দেখলে চোখে পড়বে হাতের চুড়ি থেকে ঝুলছে ঝলমলে একটা গোছা। এটাকেই বলে ‘কলিরে’। পাঞ্জাবি বিয়েতে কনের হাতে ‘চূড়া’ আর ‘কলিরে’ থাকে। এখন আর শুধু পাঞ্জাবি নয়, সেলিব্রিটিদের দেখে অনেকেই এই ‘কলিরে’ নিয়ে খোঁজখবর শুরু করেছেন।
কিয়ারার হাতের এই অভিনব গয়নাও কিন্তু পারসোনালাইজড। জুয়েলারি ডিজাইনার মৃণালিনী চন্দ্র কলিরে তৈরি করেছেন কিয়ারার জন্য। চুড়ি থেকে ঝালরের মতো ঝোলানো ছিল সোনালি রুপোলি চাঁদ, তারা, সিদ্ধার্থর প্রিয় পোষ্য অস্কারের মুখ, দু’জনের প্রিয় বেড়ানোর জায়গা প্যারিসের আইফেল টাওয়ার, দুজনের নামের আদ্যক্ষর এবং প্রজাপতি।
শুধু কিয়ারাই নন, এর আগে ক্যাটরিনা কাইফ,আলিয়া ভাট, কাজল আগরওয়াল, রিচা চাড্ডা, আথিয়া শেঠির জন্যও ‘কলিরে’ তৈরি করেছিলেন মৃণালিনী। প্রত্যেকের থেকেই তাঁদের ভাল লাগার বিষয় জেনে নিয়ে এই ডিজাইন করেন শিল্পী।
আরও পড়ুন – এক কামড়ে মহিলার পোষা সাপের মাথা ছিঁড়ে ফেলল যুবক
তাই যেমনটা করেছেন কিয়ারার ক্ষেত্রে তেমনটাই করেছিলেন আলিয়া ক্যাটরিনার ক্ষেত্রেও। আলিয়ার ‘কলিরে’তে ছিল মেঘ, চাঁদ, তারা, ঢেউ, সূর্যমুখী ফুল। ক্যাটরিনার ছিল পাখি এবং ‘ওম’। মৃণালিনীর তৈরি এই পারসোনালাইজড ‘কলিরে’যে বলিউডে সেনসেশন তুলেছে তা মানতেই হবে। বলা যায় না, আগামীতে বাঙালি কনের শাঁখা-পলা থেকেও হয়তো ঝুলবে ‘কলিরে’। দেখতে মন্দ লাগবে না কিন্তু!
কিয়ারা আর সিদ্ধার্থর বিয়ের লেহেঙ্গা ও শেরওয়ানি ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি। মনীশ কিয়ারার বন্ধুও। বিয়ের মাসখানেক আগে মনীশের বাড়ি যেতে দেখে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছিল তাদের বিয়ের। মনীশের ব্রিটিশ রোজ পিঙ্ক লেহেঙ্গার সঙ্গে মানানসই গয়নাও মনীশের কালেকশন থেকেই বেছে নিয়েছিলেন কিয়ারা।
আলট্রা ফাইন হ্যান্ড কাট হিরে আর বড় সাইজের জাম্বিয়ান পান্না দিয়ে মনীশ তৈরি করেছেন রাজকীয় নেকপিস, বড় ইয়ার স্টাড, বালা, হাতপদ্ম, মাঙ্গটিকা, আংটি। নিখুঁত কারুকাজে মনীশের জুয়েলারি চোখে পড়ার মতো সুন্দর। কিয়ারার মঙ্গলসূত্রের ডিজাইন খুব ছিমছাম।
ছিমছাম সিদ্ধার্থর ডানহাতের অনামিকার পরা ওয়েডিং রিংও মনীশের তৈরি। তাঁর জমকালো শেরওয়ানির সঙ্গে সাযুজ্য রেখে বাঁ হাতের তর্জনিতে ছিল বড়সড় একটা কুন্দনের আংটি। পোশাকের মতো গয়নাতেও ম্যাচ ফর ইচ আদার লুক রাখতে চেয়েছেন ডিজাইনার মনীশ মালহোত্রা।