নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর,৫ অক্টোবর, ২০২০এবার ইসলামপুরের নয়াবস্তি এলাকায় নাবালিকাকে অপহরন করে ধর্ষনের ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয় নি বলে অভিযোগ উঠেছে।
গত ১ অক্টোবর থেকে নিখোঁজ হয়েছিল ইসলামপুরের নয়াবস্তির ওই নাবালিকা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় গত ১ অক্টোবর নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। গতকাল রবিবার সন্ধ্যারাত আচমকা ওই নাবালিকা দৌড়ে পালিয়ে ইসলামপুর রেগুলেটেড মার্কেট ইয়ার্ডের ফিস মার্কেট সংলগ্ন এলাকার দাদুর বাড়িতে পৌছায়। এর পরেই নাবালিকার কাছ থেকে বিস্তারিত জানতে পারে নাবালিকার পরিবার। আরও পড়ুন… স্ত্রী ও এক মাসের পুত্র সন্তানকে খুন করে পলাতক স্বামী
পরিবারের অভিযোগ, তাঁকে ইনজেকশন দিয়ে ধর্ষন করা হয়েছে। নাবালিকার হাতেও কাটা দাগ রয়েছে। ঘটনায় পুলিশ অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।