পারমাণবিক অস্ত্রের উৎপাদন আরও বাড়াবেন কিম জং উন, দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি! আবার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। দেশ প্রতিরক্ষার জন্য উত্তর কোরিয়ার কাছেও যে অস্ত্রের ভান্ডার কিছু কম নেই, তা পরোক্ষ ভাবে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিম (kim-Jong-Un)। মঙ্গলবার যখন দক্ষিণ কোরিয়ার হাতে আমেরিকার তরফ থেকে একটি এয়ারক্রাফ্ট এসে পৌঁছেছে, সেই সময়েই সতর্ক হয়ে উঠেছেন কিম জং উন (kim-Jong-Un)। দেশ প্রতিরক্ষার জন্য উত্তর কোরিয়ার কাছেও যে অস্ত্রের ভাণ্ডার কিছু কম নেই, তা পরোক্ষ ভাবে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিম (kim-Jong-Un)। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে উত্তর কোরিয়ার কয়েকটি ক্ষুদ্রাকার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ্যে এসেছে।
কিম এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের শত্রুপক্ষ নিজেদের শক্তিশালী করে তোলার চেষ্টায় রয়েছে। আমরাও কোনও অংশে পিছিয়ে নেই। দেশের প্রতিরক্ষার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য পারমাণবিক অস্ত্রের প্রয়োজন।’’ কিম আশ্বাস দিয়েছেন যে, নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন অস্ত্র যোগ করা হবে। পারমাণবিক বিভিন্ন ধরনের অস্ত্রের উৎপাদনও বাড়ানো হবে বলে জানিয়েছেন কিম।
আরও পড়ুন – রেড রোডে নেত্রীর ধর্না মঞ্চে ভাঙা পায়ে হুইলচেয়ারে হাজির কুণাল,দেখেই মঞ্চ…
উত্তর কোরিয়ার নিউক্লিয়ার উইপনস ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলেন কিম। সেখানে গিয়েই ক্ষুদ্রাকার পারমাণবিক অস্ত্রের খুঁটিনাটি জানলেন তিনি। এই অস্ত্র আকারে ছোট হলেও এর ক্ষমতা যে অনেকটাই বেশি তা জানিয়েছেন সেখানকার বিশেষজ্ঞেরা।
(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )