বেহালার ছাত্রমৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য, এবার ফুটপাথ দখলমুক্ত করতে ময়দানে একসঙ্গে পুরনিগম-পুলিশ

বেহালার ছাত্রমৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য, এবার ফুটপাথ দখলমুক্ত করতে ময়দানে একসঙ্গে পুরনিগম-পুলিশ, স্থানীয়রা বারবার অভিযোগ তুলেছেন, এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে। সঙ্গে ফুটপাথজুড়ে হকার-রাজ নিয়েও অভিযোগ পথচারীদের। রাস্তার দখলদারি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, মানুষের হাঁটার জায়গা পর্যন্ত নেই। এবার এই ফুটপাথ দখল রুখতে কিছুটা তৎপরতা বাড়াল কলকাতা পুরনিগম। বেহালাকাণ্ডের পর তৎপরতা বাড়ছে কলকাতা পুরসংস্থার। ফুটপাথ দখল নিয়ে নজরদারি চালাতে মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্তের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, ব্ল্যাক টপে আর বসতে পারবেন না হকাররা।

 

 

 

 

 

 

বেহালার দুর্ঘটনা নিয়ে এদিন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, “ঘটনা যখন ঘটে যায় তারপরে সব ক্ষেত্রেই আমরা একটু নড়েচড়ে বসি। কিন্তু ট্র্যাফিক থেকে ডায়মন্ড হারবার রোড কন্ট্রোল করা হয়। এই জায়গায় বেশ কয়েকটি স্কুল থাকার জন্য যখন ছুটি হয় বা যখন স্কুল শুরু হয় তখন অনেক বাচ্চা এক জায়গায় হয়ে যায়। আমার মনে হয় সেই সময় ট্র্যাফিক পুলিশের সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত।”

 

 

 

 

শুক্রবার ভোরে বাবার সঙ্গে স্কুলে আসছিল সৌরনীল সরকার। বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল সে।স্কুলে ঢোকার আগে ডায়মন্ড হারবার রোডে একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে চৌরাস্তা এলাকা।বিশাল পুলিশবাহিনী এসে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হয়। এই ঘটনার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও রয়েছে।

 

 

 

 

 

আরও পড়ুন – রক্ষণাবেক্ষণের জন্য রবিবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল ট্রেন

 

 

 

 

 

ঠাকুরপুকুর থেকে তারাতলা পর্যন্ত ফুটপাথের সিংহভাগ কার্যত হকারদের দখলে।ব্যস্ততার মধ্যে একপ্রকার বাধ্য হয়ে পথচারীদের রাস্তার ধার ঘেঁষে চলাচল করতে হয়।ফিরহাদ হাকিম বলেন, বেহালার ফুটপাথ দখল করে সঙ্কীর্ণ করার অভিযোগও হকারদের বিরুদ্ধে।সেটা নিয়ে বার বার সচেতন করা হলেও কানে তোলা হচ্ছে না।কলকাতার মেয়র জানান,কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন। এরপরই তৈরি করা হবে মনিটরিং সেল।মেয়র জানান যে নিউ মার্কেট, তালতলা থানাকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।বেআইনি হকারদের উপরে নিয়ন্ত্রণ আনার জন্যই তৈরি করা হচ্ছে বিশেষ মনিটরিং সেল।কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠকের পরই গঠিত হবে যৌথ মনিটরিং সেল।