টাকা দিয়ে শিক্ষকদের চাকরি! এই পড়ুয়াদের ভবিষ্যৎ কী? প্রশ্নের মুখে ববি, কী জবাব দিলেন? পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। তখনই প্রশ্নের মুখে পড়েন ফিরহাদ হাকিম।মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে গিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার চেতলায় নিজের পাড়ায় ৮২ নম্বর ওয়ার্ডের একটি স্কুলে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যান রাজ্যের দাপুটে মন্ত্রী। সেই সময়েই তাঁকে রাজ্যে শিক্ষক নিয়োগ এবং তজ্জনিত কারণে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।
দোষ প্রমাণ হওয়ার কথা বলেও অবশ্য মন্ত্রিসভার প্রাক্তন সহকর্মী তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে আক্ষেপ ধরা পড়ে ফিরহাদের কণ্ঠে। পার্থ গ্রেফতার হওয়ার পরে বিস্মিত ফিরহাদ বলেছিলেন, ‘‘এই পার্থ’দাকে আমি চিনতাম না!’’ মঙ্গলবার তিনি আবার বলেন, ‘‘সত্যি সত্যিই এই পার্থ’দাকে আমি চিনি না। এই পার্থ’দা আমার কাছে নতুন। বহু বছর আমি আর পার্থ’দা একসঙ্গে রাজনীতি করেছি। এটা কোনও দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে, কেউ টাকা নিয়ে চাকরি দিতে পারে!’’
মন্ত্রীকে প্রশ্ন করা হয়, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি, শিক্ষক ও শিক্ষাকর্মী পদেও টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগে জড়িয়ে পড়ছেন শাসকদলের একাধিক নেতা এবং জনপ্রতিনিধি। আদালতের নির্দেশে দুর্নীতি করে চাকরি পাওয়ায় সংশ্লিষ্টদের চাকরি চলে যাচ্ছে। এমতাবস্থায় এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী?
আরও পড়ুন –পিসি-ভাইপোকে গ্যারেজ করে দেব হুমকি শুভেন্দুর, পাল্টা কি জবাব দিলেন কুণাল ঘোষ…
জবাবে মন্ত্রী বলেন, ‘‘আমি জানি না ঠিক কী হয়েছে! সত্যি সত্যিই যদি টাকা নিয়ে চাকরি হয়, তা হলে এটা আমাদের কাছে লজ্জার।’’ তার পরেই প্রশ্ন ওঠে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে। মন্ত্রী তথা মেয়র বলেন, ‘‘যত ক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ এ বিষয়ে কিছু বলা উচিত নয়। সংবাদমাধ্যমের তদন্ত এক জিনিস। আর আদালতে চার্জশিট দিয়ে দোষ প্রমাণিত হওয়া অন্য বিষয়। যত দিন না দোষ প্রমাণিত হচ্ছে, তত দিন বিষয়টি ‘বিচারাধীন’ বলাই ভাল।’’
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )