বিয়ের আগে আজকে ৫টি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন । মানুষের জীবনে বিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। সামাজিক এ রীতি শুধু দুটি মানুষের মনের মিলই ঘটায় না, দুটি পরিবারের বন্ধনও জোরালো করে। কিন্তু এ বিয়েই জীবনে ঘোরতর জটিলতার সৃষ্টি করে যদি গুরুত্বপূর্ণ ৫টি তথ্য জেনে না নিয়ে আপনি বিয়ের পিঁড়িতে বসে যান।
অনেক ছেলেমেয়েই মনে এসব প্রশ্ন রেখে বিয়ের পিঁড়িতে বসে পড়েন। যে কারণে তাদের বিবাহিত জীবন তো সুখের হয়-ই না; বরং ক্ষেত্রভেদে দেখা দেয় বিচ্ছেদের সুর।
আরও পড়ুন-হাতে ঝিঁঝি ধরা অনুভূতির পেছনের কারণ জানলে আপনি অবাক হবেন l
তাই আসুন জেনে নিন বিয়ের আগে গুরুত্বপূর্ণ ৫টি গোপন তথ্য সম্পর্কে–
১। প্রথমেই যে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে হবে তা হলো, দুজনের কাছে দুজনের প্রত্যাশা নিয়ে। এ ছাড়া বিয়েতে দুজন মানুষ ছাড়াও জড়িয়ে থাকে দুটি পরিবার। দুজনের পরিবারের সঙ্গে দুজনের কেমন রসায়ন তা-ও আগে থেকে জেনে নেয়া ভালো। নিজের পাশাপাশি পরিবারের কিছু চাহিদা থাকে, সেই সম্পর্কে আগে থেকেই সঙ্গীকে ধারণা দিয়ে রাখুন।
২। কীভাবে আপনি কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখবেন, সে বিষয়ে সঙ্গীর সঙ্গে আগেভাগেই আলোচনা করে নিন। অনেক সময় কর্মক্ষেত্রে অনেক বেশি সময় কাটাতে হয়, পারিবারিক জীবনে খুব বেশি সময় দেয়া সম্ভব হয় না। আপনার ক্ষেত্রে এমনটা হলে আগে থেকে খোলসা করে নিন। সঙ্গীর বিষয়টাও জেনে নিন।
৩। বিয়ে হওয়া মানেই কিন্তু যৌনতায় সম্মতির চিহ্ন নয়। বিষয়টি আগেই আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন। আগে নিজেদের মধ্যে বোঝাপড়া ও মানসিক সম্পর্ক গড়ে ওঠার পরই আপনি যৌনজীবন নিয়ে ভাবতে চাইলে তা আগেই স্বচ্ছ ধারণা দিয়ে দিন। যদি বিয়ের আগে যৌনতার অভিজ্ঞতা না থাকে, তাহলে সুস্থ যৌনজীবন ও সুস্থ দাম্পত্যের জন্য এই বিষয়ে কথা বলতে সংকোচবোধ করবেন না।
৪। এবার আপনি এগোতে পারেন বিয়ের আগে কিছু টেস্টের বিষয়ে কথা বলায়। রক্তের গ্রুপ পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন যৌনবাহিত রোগের পরীক্ষাও বিয়ের আগে দুজনে করিয়ে নেয়া ভালো।
৫। পরীক্ষার টেস্ট আশানুরূপ হলে এবার জেনে নিন তার বিয়ে-পরবর্তী প্ল্যান নিয়ে। বিয়ের পরপরই সন্তান নিতে না চাইলে তা নিয়ে আগেভাগে আলোচনা করুন। দুজনের অর্থনৈতিক দিক নিয়েও আলোচনা করে নিতে হবে। পুরুষ সঙ্গী একাই সংসার খরচের দায়িত্বভার বহন করবে নাকি নারী সঙ্গীর ওপরও নির্ভর করবে–এ বিষয়টি দুজনের মধ্যে পরিষ্কার না হলে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে।