স্ত্রীর ( Wife ) মৃত্যু হয়েছে জেনেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী

স্ত্রীর ( Wife ) মৃত্যু হয়েছে জেনেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Wife
স্ত্রীর ( Wife ) মৃত্যু হয়েছে জেনেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী
ছবি সংগ্রহে সাইন টিভি

কাটোয়ার শ্রীখন্ড এলাকায় স্ত্রীর ( Wife ) মৃত্যুর খবরে আত্মঘাতী স্বামী। পুলিশ জানায় মৃতদের নাম রাজেশ রায়(২৪) ও সোনালী মাজি(১৭)। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ তিনেক আগে প্রেমিক রাজেশ রায়ের কাছে পালিয়ে এসে বিয়ে করে একাদশ শ্রেণীর ছাত্রী সোনালী মাঝি। এরপর শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস দেয় নববধূ। তাকে ( Wife ) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎকরা মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর ( Wife ) মৃত্যু হয়েছে জেনেই বাড়ি ফিরে একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী।

 

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্রীখন্ড গ্রামে যুগলের এই আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনার পর পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায় দুটি মৃত্যুতেই কোনও পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়নি।দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলকোটের পিন্ডিরা গ্রামে বাপেরবাড়ি সোনালীর। পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন- Khela মেলা আর লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়েছে, অভিযোগ Dilipঘোষের

কাটোয়ার শ্রীখন্ড গ্রামের খাড়াপুকুর পাড়ে বাড়ি রাজেশ রায়ের। সোনালীর কাকা তারক মাজি সাংবাদিককে বলেন, “আমার ভাইপো দীপের মোবাইল ফোন সোনালীও ব্যবহার করত। ফেসবুক থেকে রাজেশের সঙ্গে সোনালীর পরিচয় ও প্রেম। রাজেশ বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমরা সোনালীর ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু তিনসপ্তাহ আগে সোনালী নিজেই বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে রাজেশের কাছে চলে যায় ও বিয়ে করে। আমরা তার সঙ্গে দেখা করে এসেছিলাম।কিন্তু আর কোনও ঝামেলায় যাইনি।” মৃত রাজেশের বাবা মধুবাবুর দাবি, “বাড়িতে কোনও অশান্তি হয়নি। বৌমা কেন এই কাজ করল বুঝতে পারছি না।তবে আমার ছেলে বৌমার মৃত্যুর শোক সামলাতে না পেরেই আত্মহত্যা করেছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top