দ্য কেরালা স্টোরি ব্যান হতেই ফুঁসে উঠলেন বিজেপি নেতারা, সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি নিষিদ্ধ ঘোষণা হতেই সরকারের সমালোচনায় বিজেপি। সোমবারই পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে বিকেলেই বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। এরপরই টুইটারে সরব হন শুভেন্দু মজুমদার, সুকান্ত মজুমদার, অমিত মালব্যরা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষও। তাঁদের প্রশ্ন, রাজ্যে কি আদৌ আইনশৃঙ্খলা রয়েছে? বিজেপি নেতাদের কথায়, একটা ছবিতে আইনশৃঙ্খলা যদি ভেঙে পড়ে, তার দায় প্রশাসনের, রাজ্য সরকারের।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “উনি বলেন দেশে নাকি গণতন্ত্র নেই। বাংলার কী অবস্থা? উনি বলছেন আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। আপনি কিসের প্রশাসক? একটা ছবি মুক্তি পেলে আইন কানুনের সমস্যা হবে? এমনিই তো আইনকানুন নেই বাংলায়। রোজ খুন হচ্ছে। বিরোধীদের মারা হচ্ছে। তারপরও সিনেমার কথা যদি ওঠে, বাংলা সবসময় এগিয়ে থেকেছে। এখান থেকে আন্দোলন হয়েছে, এখান থেকে সিনেমা তৈরি হয়েছে। আর সেখানেই একটা ছবিকে ব্যান করা হয়েছে। তার মানে এখানকার শাসক সত্য থেকে দূরে থাকতে চাইছে। মানুষকে সত্যের থেকে দূরে রাখতে চাইছে।”
আরও পড়ুন – ঘরছাড়া ৬১ জন বিজেপি কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ বিচারপতি মান্থার, দিতে হবে…
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কেরালা স্টোরি ব্যান করেছেন। এতে তো অবাক হওয়ার কিছু নেই। এটাই ওনার কাছ থেকে প্রত্যাশিত। এটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। দিদি ওনার চোখ বন্ধ রাখতে চাইছে। লজ্জাজনক ঘটনা এটা।’
গত ৫ মে মুক্তি পেয়েছে পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি (The Kerala Story) । ছবি মুক্তির পরই এই ছবি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। এই আবহেই বাংলায় নিষিদ্ধ হল এই ছবি।