Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বেহালায় শিক্ষককে প্রাণনাশের হুমকি হুমকি পোস্টার ,

‘টিউশন পড়ালে তোর খেলা শেষ’, বেহালায় শিক্ষককে প্রাণনাশের হুমকি হুমকি পোস্টার ,

‘টিউশন পড়ালে তোর খেলা শেষ’, বেহালায় শিক্ষককে প্রাণনাশের হুমকি হুমকি পোস্টার ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘টিউশন পড়ালে তোর খেলা শেষ’, বেহালায় শিক্ষককে প্রাণনাশের হুমকি হুমকি পোস্টার , শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ির সামনে লাগানো হল পোস্টার। বেহালা (Behala) সেনহাটি কলোনির এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে ভুগছেন ওই প্রাইভেট টিউটর। চিন্তায় বাড়ির লোকজনও। অর্ণব গঙ্গোপাধ্যায় নামে ওই শিক্ষক মূলত বিজ্ঞান বিভাগ পড়ান। তাঁর স্ত্রীর অভিযোগ, এর আগে প্রায় প্রায়ই তাঁদের বাড়ির সামনে চকোলেট বোমা ফাটানো হতো। প্রথম দিকে তেমন গুরুত্ব না দিলেও, পরে বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছনোয় ক্লোজ সার্কিট ক্যামেরা বসান। একেবারে বাড়ির সামনেই বসান সেটি। এরপর থেকে চকোলেট বোমা ফাটানোর বিষয়টি ঘটেনি। কিন্তু সোমবার আচমকা এই পোস্টার সাঁটানো হয় বাড়ির দেওয়ালে। বিষয়টি খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ।

 

 

 

 

 

সেনহাটি কলোনির বাড়িতে মা, বাবা, স্ত্রী ও ছোট্ট সন্তান নিয়ে থাকেন অর্ণব গঙ্গোপাধ্যায়। প্রায় ৬ বছর হয়ে গেল প্রাইভেট টিউশন পড়ান তিনি। সোমবার বিকেলে সন্ধ্যায় হঠাৎই বাড়ির সামনের দেওয়ালে এই পোস্টারটি দেখতে পান। একেবারে ল্যামিনেশন করে সেই পোস্টার লাগানো ছিল বলে অভিযোগ অভিযোগকারী শিক্ষকের স্ত্রী দেবযানী গঙ্গোপাধ্যায়। তাতে লেখা ছিল, প্রাইভেট টিউশন পড়ানো না বন্ধ করলে প্রাণে মেরে ফেলা হবে।

 

 

 

বাড়ির সামনে যে সিসিক্যামেরা বসানো তাতে এক যুবকের গতিবিধি ধরা পড়েছে। তবে মাথায় ছাতা এমনভাবে লাগানো, মুখ বোঝা যায়নি। তবে তিনিই যে পোস্টার সাঁটাচ্ছেন তা স্পষ্ট। দেবযানী বলেন, ” সিসি ক্যামেরা লাগানোর পর উপদ্রব কমেছিল। আজ হঠাৎ প্রাণনাশের হুমকি। ‘অর্ণব টিউশন পড়ালে তোর খেলা (জীবন) শেষ’ লেখা পোস্টারে। উপরে মার্কার দিয়ে লেখা ডেথ থ্রেট।” বেহালা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

আরও পড়ুন – ফের বাড়বে গরম,অস্বস্তি ,কবে থেকে, জানিয়ে দিল হাওয়া অফিস ,

 

দেবযানীর দাবি, গত এক মাস ধরে নানা উৎপাত শুরু হয় বাড়ির সামনে। চকোলেট বোমা ফাটানো হতো বাড়ির সামনে। দেবযানী বলেন, “প্রথমে ভেবেছিলাম খেলা চলছে বলে হয়ত উল্লাস। কিন্তু পরে একদিন খুব জোরে আওয়াজ হয়। বুঝতে পারি বাড়ির একেবারে সামনে চকোলেট বোমা ফাটানো হয়েছে। বেরিয়ে দেখি বাড়ির সামনে ভাঙা বাল্ব,কাচের বোতল পড়ে আছে।”যদিও কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে, বুঝেই উঠতে পারছেন না গঙ্গোপাধ্যায় দম্পতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top