কলকাতায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে, দক্ষিণ দমদমে আক্রান্ত ২০০-র বেশি!

কলকাতায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে, দক্ষিণ দমদমে আক্রান্ত ২০০-র বেশি! কয়েকদিন আগেই লালবাজারকে (Lalbazar) ডেঙ্গি (Dengue) দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা (Kolkata Municipality) । কলকাতায় (Kolkata) ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এই অবস্থায় সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। আলিপুরের কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ পেতে চেয়ে কলকাতা পুরসভার (Kolkata Municipality) কাছে আর্জি জানিয়েছিলোন।

 

 

 

 

 

 

এরই মধ্যে বৃহস্পতিবার আতঙ্কের খবর পাওয়া গেল। এ বছরে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি পার করে গিয়েছে। দৈনিক গড়ে ১০ জন অন্তত ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। দক্ষিণ দমদমে (South Dumdum)  বিরাট আশঙ্কা দেখা দিয়েছে মশার কামড়ে এই মারণরোগের ছড়িয়ে পড়া নিয়ে।

 

 

 

 

জানা গিয়েছে, পুর হাসপাতালে ১৫ জন ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে ভর্তি। এলাকায় প্রায় ২০০ ছাড়িয়েছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। এলাকার বিভিন্ন জমি, দোকান, গুদামের মালিকদের এলাকা পরিষ্কারের নোটিস পাঠিয়েছে পুরসভা। কিছু সাড়া মিললেও এখনও সাধারণ মানুষ উদাসীন বলে অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার।

 

 

 

আরও পড়ুন –  CID তদন্ত নিয়ে এদিন চরম অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

 

 

আরও পড়ুন – আম্বানির রিলায়েন্সকে টেক্কা দিতে রতন টাটার ভাই নোয়েল টাটা নতুন পোশাক ব্র্যান্ড…

 

পুরসভা সূত্রে খবর, ২১ এবং ৩১ নম্বর ওয়ার্ড থেকে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছিল। তবে বুধবার সেই রেখচিত্র কিছুটা নিম্নগামী হয়েছে। সেখাকার পুরপ্রতিনিধিরা দাবি করেছিলেন, এলাকা নিয়মিত সাফ করা হয়। এক পুরকর্তা জানান, ওই দু’টি ওয়ার্ড-সহ যে সব এলাকা থেকে ডেঙ্গি (Dengue) আক্রান্তের খবর বেশি আসছে, সে সব জায়গায় জমা জল সরানো, এলাকা পরিচ্ছন্ন রাখা, ব্লিচিং ছড়ানো, মশার ওষুধ স্প্রে করার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।

 

( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)