নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে!

নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে! হাইকোর্টের অশান্তি পৌঁছল বিচারপতি রাজশেখর মান্থার বাড়িতে,
‘হোয়ারস্ দ্য জাস্টিস মাই লর্ড?’হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির আশপাশের এলাকায় ছড়িয়ে গেল পোস্টার। সোমবার সকালেই হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ এমনকি এজলাসের বাইরে গেট আটকে কোর্ট বয়কটের ডাক দেন তাঁরা। একদিকে যখন হাইকোর্টে চলছে বিক্ষোভ, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে আইনজীবীদের মধ্যে যে সংঘাত, তা শেষমেশ গড়াল হাতাহাতিতে।এই পরিস্থিতিতে নিজের এজলাস ছেড়ে উঠে যান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবও। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানি। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি বন্ধ থাকে বিচারপতি মান্থার এজলাসে।হাই কোর্টে বিচারপতি মান্থার এজলাসের সামনে ধস্তাধস্তি আইনজীবীদের, নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে! অন্যদিকে বিচারপতির বাড়ির সামনেও পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে।

পাশাপাশি  যোধপুর পার্কে বিচারপতি মান্থার বাড়ির সামনেও পোস্টারে ছয়লাপ। পার্ক থেকে বহুতলের দেওয়ালেও সাঁটিয়ে দেওয়া হয়েছে একাধিক পোস্টার। পোস্টারে লেখা, ‘ডিসঅ্যাগ্রি ইন দ্য নেম অফ জুডিশিয়ারি’ নীচে লেখা, ‘হোয়ারস্ দ্য জাস্টিট মাই লর্ড?’ পোস্টারে রাজনৈতিক ব্যক্তিত্বের নামও রয়েছে যেমন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । বিচারপতির বাড়ির আশপাশের বাড়িগুলিতেও পোস্টার পড়েছে। কারা এই পোস্টার লাগিয়েছেন, তা অবশ্য এখনো জানা যায়নি।বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, সকালে তাঁরা হঠাৎই এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটানো দেখেছেন। কিন্তু কারা এই পোস্টার লাগাল, তা তার ও জানেন না ।

 

আরোও পড়ুন- বিপাশার জন্মদিনে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিলেন কর্ণ সিংহ গ্রোভার

 

আর আগেও কলকাতা হাইকোর্টে বিচারপতিকে বয়কটের ঘটনা ঘটেছে। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীদের একাংশ। কিন্তু সোমবারের নজির একেবারেই ভিন্ন।মূলত বিচারপতি মান্থা শুভেন্দু অধিকারীর একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষাকবচ দিয়েছিলেন। কেবল তাই নয়, তিনি এটাও নির্দেশ দিয়েছিলেন, শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে হলে, যেন তাঁর এজলাসেই মামলা করা হয়। তাই নিয়েই বিক্ষোভ।

হাইকোর্টের ঝামেলা মেটাতে সময় বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সমস্যা মিটিয়ে অবস্থান তুলে নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top