Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
সুকন্যার মনের উপর দিয়ে কী যাচ্ছে,

সুকন্যার মনের উপর দিয়ে কী যাচ্ছে, তা একজন বাবা হিসেবে অনুভব করছেন মেয়র ফিরহাদ

সুকন্যার মনের উপর দিয়ে কী যাচ্ছে, তা একজন বাবা হিসেবে অনুভব করছেন মেয়র ফিরহাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুকন্যার মনের উপর দিয়ে কী যাচ্ছে, তা একজন বাবা হিসেবে অনুভব করছেন মেয়র ফিরহাদ। সহমর্মিতার খাতিরে সুকন্যাকে বাইরে রেখে তদন্ত করা কি যেত না? সেই প্রশ্ন গতকালই তুলেছিলেন কুণাল ঘোষ। এবার সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিমও। ফিরহাদ নিজেও কন্যা সন্তানের বাবা। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) অনেক আগেই গ্রেফতার হয়েছেন। এখন তিনি রয়েছেন তিহাড়ে। গতকাল তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডলকেও (Sukanya Mondal) গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate)। আজ আদালতে পেশ করার পর তিনদিনের ইডি হেফাজত হয়েছে তাঁর। মাকে হারিয়েছেন সুকন্যা, বাবাও জেলবন্দি। এমন অবস্থায় সহমর্মিতার খাতিরে সুকন্যাকে বাইরে রেখে তদন্ত করা কি যেত না? সেই প্রশ্ন গতকালই তুলেছিলেন কুণাল ঘোষ। এবার সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। ফিরহাদ নিজেও কন্যা সন্তানের বাবা। সুকন্যার মনের উপর দিয়ে কী যাচ্ছে, তা একজন বাবা হিসেবে অনুভব করছেন মেয়র ফিরহাদ।

 

 

 

 

 

উল্লেখ্য, ফিরহাদ হাকিম আজ যে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব উসকে দিয়েছেন, সেই প্রশ্ন গতকালই তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেছিলেন, ওঁর মা মারা গিয়েছেন। বাবা জেলে রয়েছেন। সেক্ষেত্রে কি বাইরে রেখে তদন্ত করা যেতে পারত না? আইন নিশ্চয় আইনের পথে চলবে। কিন্তু, ন্যূনতম মানবিকতা কি দেখানো যেতে পারত না?’ আর আজ মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও সেই সহমর্মিতার সুর।

 

 

আরও পড়ুন –  ‘বাবা জেলবন্দি, মাতৃহারা মেয়েকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না?’, প্রশ্ন…

 

 

কেষ্টকন্যার গ্রেফতারি প্রসঙ্গে ফিরহাদ বললেন, ‘ অত্যন্ত দুঃখের। অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাড়ির সন্তানদের নিয়ে অন্তত প্রতিহিংসার রাজনীতি না করাই ভাল।’ এরপরই অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের হাসপাতালে ভর্তি থাকাকালীন অবস্থার কথা তুলে আনলেন তিনি। কেষ্ট-জায়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময় হাসপাতালে গিয়েছিলেন ফিরহাদও। তখন সুকন্যাকে যেভাবে দেখেছেন, সেই কথাও মনে পড়ে যাচ্ছে মেয়রের। বললেন, ‘ওর মা যেভাবে দুই বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন…ও (সুকন্যা) দু’বছর ধরে টাটা সেন্টারে ছিল। বেরোয়নি। দিন-রাত মায়ের কাছে ছিল। তারপর যখন কাজে গিয়েছিলাম, দেখেছিলাম মানসিকভাবে অবসাদে ছিল। তারপর বাবা গ্রেফতার হল। মেয়েটার মনের উপর দিয়ে কী যাচ্ছে, বাবা হিসেবে আমি তা অনুভব করছি। আমি বাবা হিসেবে অত্যন্ত ব্যথিত।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top