কলকাতার গর্ব ! গঙ্গার নীচ দিয়ে ছুটছে মেট্রোরেল! ঐতিহাসিক দিন। অবশেষে, কলকাতার এসপ্লানেড থেকে গঙ্গার নীচ দিয়ে হাওড়ায় পৌঁছল প্রথম রেক। প্রথম দিনের ট্রায়াল রান সফল।এদিনের এই প্রথম রেক পাঠানোর ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রো ও কেএম আরসিএলের আধিকারিকরা। মেট্রো রেল সূত্রে খবর, অত্যন্ত সাবধানে শ্লথগতিতে ট্রেনটি গঙ্গার নীচ দিয়ে নদীর অপর প্রান্তে নিয়ে যাওয়া হয়।
কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, হাওড়া স্টেশনটি মাটি থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে। দেশের আর কোথাও এত নীচে মেট্রো স্টেশন নেই। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। সম্পূর্ণভাবে চালু হতে ৫-৭ মাস আরও লাগবে। প্যাসেঞ্জের সেফটি, নেটাওয়ার্কের কিছু কাজ আছে। আমরা সেফটি কেই অগ্রাধিকার দিচ্ছি।
রবিবার দুপুরেই রেকটি সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে নিয়ে আসা হয়েছিল বউবাজার পেরিয়ে এসপ্লানেডে। গত তিন দিন সেখানেই রেখে রক্ষণাবেক্ষণ ও তৃতীয় লাইনের চার্জ দেওয়া হয়েছিল। বুধবার সকালে অত্যন্ত শ্লথগতিতে সেই দুটি রেককে নিয়ে যাওয়া হল হাওড়ায়।
গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান প্রথম দিনেই সফল। সফল দিনের শেষে দাঁড়িয়ে অবশ্যই গর্বিত ‘মেট্রো রেল কর্তৃপক্ষ’। জানালেন, ”ঐতিহাসিক দিন”। গঙ্গার নিচ থেকে মেট্রো ট্রায়াল হল। একটি রেক ট্রায়াল রান করানো হয়েছিল। সাফল্য পেয়েছে। দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে আশাবাদী।”ঐতিহাসিক দিন! গঙ্গার নীচ দিয়ে হাওড়া পৌঁছল কলকাতার মেট্রো রেল, বিরাট সাফল্য!
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ”মেট্রোর জন্য শুধু গর্ব নয়। দেশের গর্ব, কলকাতার গর্ব। গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাবে।” প্রসঙ্গত, দেশের মধ্যে এমন ভাবে মাটির এত নীচ দিয়ে এবং কোনও নদীর নীচ দিয়ে মেট্রো রেল ট্র্যাক তৈরির কাজ এই প্রথম।
আরও পড়ুন – মশলা কষিয়ে সাপের তরকারি রাঁধলেন বৃদ্ধা! পেট পুরে খেলেন অনেকে,
এদিন সফল ভাবে মেট্রোর দুটি রেক কলকাতা থেকে গঙ্গার নীচ দিয়ে হাওড়া পৌঁছনোর পরে গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে এনেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।