বৃষ্টির দিনে ব্যাহত মেট্রো পরিষেবা, সমস্যায় নিত্য যাত্রীরা

বৃষ্টির দিনে ব্যাহত মেট্রো পরিষেবা, সমস্যায় নিত্য যাত্রীরা

বৃষ্টির দিনে ব্যাহত মেট্রো পরিষেবা, সমস্যায় নিত্য যাত্রীরা। আবারও মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝে লাইনে যান্ত্রিক সমস্যা। তার জেরে বন্ধ মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। ইতিমধ্যেই রেলের আধিকারিক, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কতক্ষণে সেই লাইনে ট্রেন চলবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাজ চলছে। সব মিলিয়ে সমস্যায় নিত্য যাত্রীরা। এমনিতেই বৃষ্টির দিন। পথে গাড়ির গতি মারাত্মক শ্লথ। ট্রেনগুলিতে নিত্যযাত্রীদের ঠাসা ভিড়। তার মধ্যে পাতালেও গন্ডগোল।

আরও পড়ুনঃ ‘ফুটো মস্তান’, ‘গব্বর’ বলে উদয়নকে খোঁচা নিশীথের, পাল্টা রাজ্যের মন্ত্রী

গত সপ্তাহেই যান্ত্রিক গোলোযোগের কারণে আটকে যায় আপ লাইনের একটি রেক। রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। লাইনের কাজ চলতে থাকে। স্টেশনগুলিতে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হয় যাত্রীদের।

 

গত কয়েকদিন ধরে পুজোর বাজার, পুজোর আগের প্রস্তুতির জন্য কলকাতার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় যানজট তৈরি হচ্ছে। সঙ্গে নিত্য়যাত্রী, অফিস যাত্রীদের ভিড় তো রয়েছেই। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ,  এ জে সি বসু রোড, কলেজ স্ট্রিটে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। বারবার এভাবে মেট্রো বিভ্রাটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। এক নিত্যযাত্রীর কথায়, “এখন তো দেখছি প্রায় প্রত্যেক সপ্তাহেই নিয়ম করে মেট্রোয় সমস্যা থাকছে। সঙ্গে নিত্য়যাত্রী, অফিস যাত্রীদের ভিড় তো রয়েছেই। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ,  এ জে সি বসু রোড, কলেজ স্ট্রিটে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। বারবার এভাবে মেট্রো বিভ্রাটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। এক নিত্যযাত্রীর কথায়, “এখন তো দেখছি প্রায় প্রত্যেক সপ্তাহেই নিয়ম করে মেট্রোয় সমস্যা থাকছে। একদিনে লোকাল ট্রেনের ভিড়, ট্রেন লেট। রাস্তায় জ্যাম আর মেট্রো তো মাঝেমধ্যেই চলছে না। কী পরিস্থিতি বলুন তো।” তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিত্যযাত্রীর কথায়, “এখন তো দেখছি প্রায় প্রত্যেক সপ্তাহেই নিয়ম করে মেট্রোয় সমস্যা থাকছে। একদিনে লোকাল ট্রেনের ভিড়, ট্রেন লেট। রাস্তায় জ্যাম আর মেট্রো তো মাঝেমধ্যেই চলছে না। কী পরিস্থিতি বলুন তো।” তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

en.wikipedia.org