এগিয়ে এল আগামী বছরের কলকাতা বইমেলা দিনক্ষণ?কবে শুরু,শেষই বা কবে?

এগিয়ে এল আগামী বছরের কলকাতা বইমেলা দিনক্ষণ?কবে শুরু,শেষই বা কবে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এগিয়ে এল আগামী বছরের কলকাতা বইমেলা দিনক্ষণ?কবে শুরু,শেষই বা কবে?তারিখ জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, আগামী ১৮ জানুয়ারি,২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ৪৭ তম International Kolkata Book Fair।তার আগে সমস্ত পাবলিশার্স,লিটল ম্যাগাজিনের প্রকাশনা সংস্থাদের আবেদন গ্রহণের জন্য তারিখ প্রকাশ করল গিল্ড।আগামী বছর বইমেলা কিছুটা আগে অনুষ্ঠিত হতে চলেছে।

 

 

 

 

 

 

আগামী বছরের মেলায় আবেদন করার জন্য প্রকাশনা সংস্থার নাম ও ঠিকানা,প্রয়োজনীয় লাইসেন্স,স্টল বা টেবিলের মাপ,পুস্তক তালিকা এবং পত্রিকার প্রকাশিত সাম্প্রতিক সংখ্যা জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ২০২৩ সালে ওই প্রকাশনা সংস্থার জন্য বরাদ্দ জায়গার মাপ,মেলায় অংশগ্রহণের জন্য সমস্ত নিয়মবিধি মেনে চলার সম্মতি পত্রও আবেদন পত্রের সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে গিল্ডের তরফে।

 

 

 

কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হল এই আন্তর্জাতিক বইমেলার আয়োজন।দেশ দেশান্তর থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়।আড্ডা,তর্ক,পড়াশোনা থেকে সার্বিক মিলন ক্ষেত্র হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।কলকাতা ময়দান থেকে বাইপাসের মিলন মেলা হয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলার স্থান পরিবর্তন হলেও মেলার আকর্ষণ একটুও কমেনি বই প্রেমীদের কাছে।আগামী বছরেও সেই একই উন্মাদনা লক্ষ্য করা যাবে বলে আশায় কর্তৃপক্ষ।

 

 

 

 

 

উল্লেখ্য,২০২৩ সালের বইমেলাতে আগামী বছরের থিম কান্ট্রির নাম জানানো হয়।২০২৪ সালে ৪৭তম বইমেলায় থিম কান্ট্রি থাকবে ব্রিটেন।আগামী বছর বইমেলায় প্রকাশনার সংস্থার স্টলের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।পাশাপাশি,পুস্তক বিক্রির সংখ্যাও আগের তুলনায় বাড়বে বলেও ধরে নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

আগামী ১৮ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হচ্ছে।চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।তার আগে অগাস্ট মাস থেকেই আবেদন গ্রহণ শুরু মেলায় অংশগ্রহণকারীদের জন্য।আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে জানানো হয়েছে।প্রকাশক, পুস্তক বিক্রেতা,লিটল ম্যাগাজিনের প্রকাশকরা এই মেলায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।৩

 

 

 

 

আরও পড়ুন –  দিল্লিতে হাই অ্যালার্ট, ১৫ অগাস্ট দিল্লিতে বিস্ফোরণের ছক পাক জঙ্গিদের!

 

 

 

 

প্রসঙ্গত,গত বছর বইমেলায় প্রায় ৯০০টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনীর স্টল ছিল।যা ৪৫ বছরের রেকর্ড বলে জানায় বইমেলা কর্তৃপক্ষ।তার আগের বছর বইমেলায় প্রায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।২০২৩ সালে কলকাতা বইমেলায় বই বিক্রির সেই অঙ্ক ছাড়িয়ে হয়েছে কম-বেশি ২৬ কোটি।এত টাকার বই বিক্রি সর্বকালীন রেকর্ড বলে জানায় গিল্ড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top