মিছিলের জন্য তৈরি গাইডলাইন ! হনুমান জয়ন্তীতে কিছু ঘটলে দায় উদ্যোক্তাদের

মিছিলের জন্য তৈরি গাইডলাইন ! হনুমান জয়ন্তীতে কিছু ঘটলে দায় উদ্যোক্তাদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মিছিলের জন্য তৈরি গাইডলাইন ! হনুমান জয়ন্তীতে কিছু ঘটলে দায় উদ্যোক্তাদের, মিছিলের জন্য তৈরি করা হয়েছে গাইডলাইন। কলকাতা পুলিশের (Kolkata Police) তৈরি করা সেই গাইডলাইনে মোট ২৭ টি শর্ত দেওয়া হয়েছে বলে বুধবার হাইকোর্টে জানিয়েছেন এজি (অ্যাডভোকেট জেনারেল) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার থেকে শুধু মিছিলের অনুমতি দেওয়াই নয়, মিছিলের শুরু বা শেষের সময়, মিছিলে কতজন থাকবেন, সবটাই ঠিক করে দেবে পুলিশ। এদিন কলকাতা পুলিশের ওপর কার্যত আস্থা রাখতে না পেরেই আধাসামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই শুনানি চলাকালীন এজি জানিয়েছেন, গাইডলাইন মেনে করতে হবে মিছিল।

 

 

 

 

শুধু কলকাতা পুলিশ নয়, হনুমান জয়ন্তীর আগে বিশেষ অ্যাডভাইজরি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অশান্তি যাতে ছড়াতে না পারে সে দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে সব রাজ্যগুলিকে। এছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করার কথাও বলেছে কেন্দ্র।

 

 

 

অন্যদিকে, এ রাজ্যে হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট আধাসামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর আগে বুধবার থেকেই এলাকায় পুলিশ যাতে রুট মার্চ করে, সেই নির্দেশও দিয়েছে আদালত।

 

 

 

 

এজি-র বক্তব্য, কলকাতা পুলিশের গাইডলাইনে বলা হয়েছে, মিছিলের ক্ষেত্রে যাঁরা আয়োজক, কিছু ঘটলে তাঁদেরই দায়িত্ব নিতে হবে। কোন রুটে যাবে মিছিল, কতজন থাকবে, সেটা পুলিশই ঠিক করবে। শুরু এবং শেষ হওয়ার সময়ও বলে দেওয়া হবে।

 

 

 

আরও পড়ুন –  প্রাথমিকেও ‘চাকরি পাকা’ ছিল অয়নকে টাকা দিলে! নয়া ‘আবিষ্কার’ ইডি তদন্তে

 

পুলিশের এই গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি এই প্রসঙ্গে বলেন, ‘ছাই ফেলতে ভাঙা কুলো সেই পুলিশ। পুলিশই যদি সব ঠিক করে দেবে, তারপরও দায়িত্ব উদ্যোক্তাদের কেন। কোন পথে মিছিল হবে, কতক্ষণ মিছিল হবে, সবটাই তো তারা ঠিক করে দিচ্ছে। তারপরও ঝামেলা হবেই বা কেন?’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top