বাজ পড়ে মারা গেল এক যুবক।বৃষ্টিতে ভিজতে গিয়ে বিপত্তি, বাজ পড়ে কলকাতায় মৃত এক। বেলা গড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়।জানা গেছে, রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লিতে বাজ পড়ে মারা যান এক যুবক।
স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির সময় ছাদে গিয়েছিলেন ওই যুবক। তখনই বাজ পড়ে। যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতের নাম কৌশিক কর। বয়স ২৪। কলকাতার এক কলেজে বিবিএ–র ছাত্র ছিলেন কৌশিক।
আরও পড়ুন :-শুক্রবার ভরসন্ধ্যায় বিধাননগর পুরসভার নারায়ণপুরের শিখেরবাগানে প্রকাশ্য রাস্তায় এক বৃদ্ধের গলার নলি কেটে দিয়ে পালাল দুষ্কৃতীরা
https://shinetv.in/narayanpur-khun-old-man-rohima-bibi-tapas-chatterjee-police-station/
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে জিমে গিয়েছিলেন কৌশিক। জিম থেকে ফিরে গরমে অস্বস্তি হচ্ছিল। তাই ছাদে গিয়েছিলেন বৃষ্টিতে ভিজতে। তখনই বাজ পড়ে। মারা যান ২৪ বছরের কলেজ পড়ুয়া।