কোন পুজো কলকাতার সেরা? সেরাদের তালিকা প্রকাশ করল ফিরহাদ হাকিম

আজ ষষ্ঠী। রাত পোহালে সপ্তমী। উমা এসে গেছে তার বাপের বাড়িতে। আর এই আবহে ষষ্ঠীর সন্ধ্যায় সামনে এল কলকাতার সেরাদের নাম। উত্তর বনাম দক্ষিণের লড়াইয়ের জোর টক্কর কলকাতার টাইটানসদের। শুক্রের সন্ধ্যায় পুরোদমে পুজো মুডে কলকাতা। শহরের পুজো মণ্ডপগুলির অভিনব সৃষ্টি ও শিল্পকীর্তির মধ্যে থেকে বাছাই করা সেরা পুজোকে বেছে নিলেন মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর টিম।

আরও পড়ুন: শিল্পা রাজের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে বলি পাড়ায়

একাধিক বিভাগে এই পুরস্কার দেয় কলকাতা পুরসভা। ‘কলকাতাশ্রী’‌র সেরার সেরা পুজোর শিরোপা জিতে নিয়েছে অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, টালা প্রত্যয়, রাজডাঙা নব উদয় সঙ্ঘ এবং কাশী বোস লেন দুর্গা পুজো সমিতি। সেরা পুজো বিভাগে পুরস্কার জিতে নিয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন, তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব, চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি। বরাবরই সেরা পুজোর তালিকায় থাকে সুরুচি সংঘ, টালা প্রত্যয়, তেলেঙ্গাবাগান, কাশী বোস লেন ও চোরবাগান। এবারও হল না অন্যথা। থিমের যুদ্ধে নজর কাড়ল এই পুজো গুলি।

 

এছাড়াও সেরা প্রতিমার বিচারে পুরস্কৃত কালীঘাট মিলন সংঘ, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, বেলেঘাটা ৩৩ পল্লীবাসীবৃন্দ, হাতিবাগান নবীন পল্লী। সেরা শৈল্পিক বিভাগে পুরস্কার পেয়েছেন বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব, বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি। সেরা শৈল্পিক বিভাগে পুরস্কার পেয়েছেন বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব, বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি।

 

কলকাতা শ্রী সেরা বিষয় হিসেবে পুরস্কৃত ২৫ পল্লী ক্লাব, ৪১ পল্লী ক্লাব, মুদিয়ালি ক্লাব, নলিনী সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। আলোকসজ্জায় সেরার তকমা ছিনিয়ে নিয়েছেন সমাজ সেবী সঙ্ঘ, কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব, একডালিয়া এভারগ্রীন ক্লাব, ৯৫ পল্লী, যোধপুর পার্ক। সেরা পরিবেশের স্বীকৃতি পেয়েছেন শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতি, বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব, চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব, অজেয় সংহতি। 

 

কলকাতা শ্রী সেরা বিষয় হিসেবে পুরস্কৃত ২৫ পল্লী ক্লাব, ৪১ পল্লী ক্লাব, মুদিয়ালি ক্লাব, নলিনী সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। আলোকসজ্জায় সেরার তকমা ছিনিয়ে নিয়েছেন সমাজ সেবী সঙ্ঘ, কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব, একডালিয়া এভারগ্রীন ক্লাব, ৯৫ পল্লী, যোধপুর পার্ক। সেরা পরিবেশের স্বীকৃতি পেয়েছেন শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতি, বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব, চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব, অজেয় সংহতি। 

en.wikipedia.org