
কৌশিকী (Koushiki) অমাবস্যায় বন্ধ থাকছে তারাপীঠের (Tarapith) মায়ের মন্দির। মন্দির সূত্রে জানা গিয়েছে,সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ থাকছে। ফলে, ওই সময়ে ভক্তরা মন্দিরে পুজো দিতে পারবেন না। মন্দিরের গর্ভ গৃহে কেউ প্রবেশ করতে পারবে না। তবে নিয়ম রক্ষা করতে পুজো চলবে যথারীতি। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ মাথায় রেখে তারাপীঠ (Tarapith) বন্ধ রাখার সিদ্ধান্তে সহমত জানিয়েছে তারামাতা সেবায়েত কমিটি, শ্মশান কমিটি, হোটেল লজ ওনার্স এ্যাসোসিয়েশন ও পরিবহন সংগঠনের সবাই।
মঙ্গলবার,পশ্চিম বঙ্গ বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বৈঠক হলো রামপুরহাট মহকুমা কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়।সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সদস্যরা বলেন,সকলের মঙ্গল কামনার জন্য এই সিদ্ধান্ত।
আর ও পড়ুন ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)
উল্লেখ্য, করোনার প্রথম ও দ্বিতীয় সময়ে সাময়িক বন্ধ রাখা হয় তারাপীঠ (Tarapith) মন্দির। তারপর করোনা বিধি নিষেধ মেণনে চালু করা হয় মন্দির। সেক্ষেত্রে করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন নেওয়া হলে তারাপীঠ মন্দিরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। পাশাপাশি করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে পারলে তবেই দেওয়া হতো মন্দিরে প্রবেশের অনুমতি।
সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ের ভয়াবহতার কথা মাথায় রেখে এবার কৌশিকী (Koushiki) অমাবস্যায় বন্ধ থাকছে তারাপীঠের মায়ের মন্দির। মন্দির সূত্রে জানা গিয়েছে,সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ থাকছে। ফলে, ওই সময়ে ভক্তরা মন্দিরে পুজো দিতে পারবেন না। মন্দিরের গর্ভ গৃহে কেউ প্রবেশ করতে পারবে না। তবে নিয়ম রক্ষা করতে পুজো চলবে যথারীতি।
তবে নিয়ম রক্ষা করতে পুজো চলবে যথারীতি। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ মাথায় রেখে তারাপীঠ (Tarapith) বন্ধ রাখার সিদ্ধান্তে সহমত জানিয়েছে তারামাতা সেবায়েত কমিটি, শ্মশান কমিটি, হোটেল লজ ওনার্স এ্যাসোসিয়েশন ও পরিবহন সংগঠনের সবাই।