
ছেলের হাতে বাবাকে খুন করার অভিযোগ উঠল কৃষ্ণনগর (Krishnanagar) জোয়ানিয়া এলাকায়। রবিবারের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃত ব্যক্তির নাম সত্যেন সর্দার। বয়য়স ৫৬। বাড়ি কতোয়ালী থানার জোয়ানিয়া সরডাঙ্গা গ্রামে। খুন করার অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে ।পলাতক ওই যুবক।
মৃতের ভাই বনমালী সরদার জানিয়েছেন, দাদা সত্যেন সর্দার জমিতে চাষবাস করে সংসার চালায়। শনিবার রাতে জমি থেকে বাড়ি ফেরার পর সংসারে অশান্তি শুরু হয় এবং বাকবিতণ্ডা পরে ঝামেলা তৈরি হয়। ছোট ছেলে নকুল সরদার ১৯ মদ্যপ অবস্থায় বাবাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। দ্রুত সত্যেন সরদার কে কৃষ্ণনগর (Krishnanagar) শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ। হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আর ও পড়ুন রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)
জানা গিয়েছে , ছেলে নকুল সরদার মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে বাড়িতে অশান্তি তৈরি করে। প্রতিবাদ করলে তাদের উপর মারধর নেমে আসে। ওদিন মাঠ থেকে বাড়ি ফেরার পর এই সংসারে অশান্তি তৈরি হয় এবং ছোট ছেলে শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করে। মৃত্যু হয় বাবার। এলাকাবাসীর অভিযোগ যে বাবাকে মেরে ফেলার পিছনে মায়ের মদত ছিল। সব সময় ছেলেদের উসকে দিতে বলে অভিযোগ। ওইদিনের ঘটনার পিছনেও মায়ের মদদ ছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
কৃষ্ণনগর (Krishnanagar) কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের লোকজন দড়ি তরফ থেকে আমরা অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছি। অভিযুক্ত পলাতক। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য।