কুমার শানুর কোন কীর্তি ফাঁস করলেন ছেলে ? কিসের টানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে ঘর ছাড়েন ?

কুমার শানুর কোন কীর্তি ফাঁস করলেন ছেলে ? কিসের টানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে ঘর ছাড়েন ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কুমার শানুর কোন কীর্তি ফাঁস করলেন ছেলে ? কিসের টানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে ঘর ছাড়েন ? আজও কুমার শানুকে ঘিরে বাঙালির আবেগ আবর্তিত হয় । অথচ তাঁর জীবনেই লুকিয়ে থাকা এমন কিছু ঘটনা নিয়েই মুখ খুললেন ছেলে জান! ঘটনাটি বছর দুয়েক আগের। কিন্তু জান সেদিন বাবাকে নিয়ে যা বলেছিলেন তা শুনে তাজ্জব হয়ে যাবেন আপনিও। বাবার সঙ্গে জান কুমার শানুর সম্পর্ক অম্লমধুর। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। ভালই চলছিল সংসার। হয় দুই ছেলে জেসি এবং জিকোও। তবে জান জানিয়েছিলেন তাঁর মা যখন তাঁকে নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা তখনই নাকি স্ত্রীকে একা ফেলে ঘর ছেড়ে দেন কুমার শানু। জানের কথায়, “আমার কাছে আমার মা আমার বাবা-মা দুই-ই। ভালবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞাসা করা হয়, তবে আমি বলব আমি কিছুটা আমার মায়ের মতো। আমার মতে ভালবাসা একজনের সঙ্গেই হওয়া উচিৎ। আমি আমার মায়ের মতো।” এখানেই না থেমে জান আরও বলেন, “আমার মা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন ওদের ছাড়াছাড়ি হয়। তারপর থেকে মা-ই আমাকে একা হাতে মানুষ করেছে।”

 

 

 

এখনও পর্যন্ত শানুর কোনও সন্তানই বাবার মতো জনপ্রিয় হতে পারেননি। জান বলিউডে তাঁর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকই তবে সাফল্য এখনও অধরা। জান বিগবসে অংশ নিয়েছিলেন। সেখান থেকেই নিজের পরিচিতি বানিয়েছেন কিছুটা হলেও। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নেই এমনটা মোটেও নয়– তবে সেই সম্পর্কে যে বড়ই সুখের এ কথা হলফ করে বলা যায় না।

 

 

আরও পড়ুন –  ফাঁকা মাঠে পড়ে রয়েছে রহস্যময় ‘স্পাই ক্যামেরা’, নন্দীগ্রামে রাতের আঁধারে ঢুকেছে বলেই…

 

প্রশ্ন, কীসের টানা স্ত্রীর সঙ্গে সম্পর্ক এতটা খারাপ হয়ে যায় শানুর? যদি পিছনে ফিরে তাকানো যায়, তবে সে সময় এক অভিনেত্রীকে নিয়ে নাম জড়িয়েছিল শানুর। তিনি আর কেউ নন– মীনাক্ষী শেষাদ্রি। শোনা যায়, প্রায় তিন বছর নাকি চলেছিল তাঁদের সম্পর্ক। আর এ সবই নাকি সহ্য করতে পারেননি রীতা। হয় বিচ্ছেদ। অন্যদিকে মীনাক্ষীও বিয়ে করে নেন ব্যাঙ্ককর্মী হরিষ মাইসোরকে। থেমে থাকেনি শানুর জীবনও। সালোনি ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। করেন বিয়েও, আজও তাঁরা রয়েছেন একসঙ্গে। তাঁদের দুই মেয়েও রয়েছে। নাম শ্যানন ও অ্যানা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top