অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও! চাঞ্চল্যকর দাবি ইডির

অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও! চাঞ্চল্যকর দাবি ইডির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও! চাঞ্চল্যকর দাবি ইডির
চাকরির নামে ১৩০জনের কাছ থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। কোর্টের অর্ডার বের করার নামেও ১২০০ জনের কাছ থেকে তুলেছিল প্রায় আড়াই কোটি টাকা! অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের (Kuntal Ghosh) টাকাও। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর দাবি করল ইডি (ED)। শুধু তাই নয়, কুন্তলের বাড়ি থেকে ডিসেম্বরের টেটের ২৫০ ওএমআর শিট পাওয়া গেছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা।

 

 

গত বছরের ২২ জুলাই, এই ছবি দেখে চোখ ছানাবড়া হয়ে গেছিল রাজ্যবাসীর। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। ইডি সূত্রে দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া এই রাশি রাশি টাকার মধ্যে ছিল নিয়োগদুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের দেওয়া টাকাও!

 

 

আরও পড়ুন – ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধনে কর্নাটক যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

 

কুন্তল ও তাঁর সহযোগীদের মারফৎ কোটি কোটি টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রভাবশালীদের কাছে। শুক্রবার, নগর ও দায়রা আদালতে চাঞ্চল্য়কর দাবি করে ইডি। এদিন, আদালতে জামিনের আবেদন জানান কুন্তলের আইনজীবী। তার বিরোধিতা করে, ইডি দাবি করে, কুন্তলের ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ কোটি টাকার হদিশ মিলেছে। সেগুলি ডিপোজিট করার পর আবার অনত্র্য ট্রান্সফার করা হয়। এই টাকার উৎস কী? কাকে লেনদেন করা হয়েছে? জানতে, ফের কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। ইডির তরফে দাবি, ১৩০ জন চাকরিপ্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ। অর্থাৎ, চাকরি বিক্রির নামে ১০ কোটি ৪০ লক্ষ টাকা তুলেছিলেন যুব তৃণমূল নেতা। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির দাবি, কোর্ট থেকে চাকরির অর্ডার করিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে, ১২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নিয়েছিলেন কুন্তল।

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top