ফের বোমা ফাটালো কুন্তল ঘোষ,‘আমার বউকে ফাঁসানোর হুমকি দিচ্ছে’,

ফের বোমা ফাটালো কুন্তল ঘোষ,‘আমার বউকে ফাঁসানোর হুমকি দিচ্ছে’,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বোমা ফাটালো কুন্তল ঘোষ,‘আমার বউকে ফাঁসানোর হুমকি দিচ্ছে’, ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব নিয়োগকাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। বৃহস্পতিবার কুন্তল ঘোষকে বিশেষ ইডি আদালতে তোলা হয়। মামলার শুনানি শেষে বিচারভবন থেকে বেরিয়ে কুন্তল ঘোষ বলেন, “আজকে জানতে পারলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা টিপার আছে, তাঁরা হুমকি দিয়েছে আমার বউকে ফাঁসাবে। টিপারের মাধ্যমে আমাকে হুমকি দিয়েছে।” কিন্তু কীভাবে এই টিপারদের সঙ্গে তাঁর যোগাযোগ হল, তা নিয়ে কোনও জবাব দেননি কুন্তল। তবে কুন্তলের এই বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

 

 

 

 

 

এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলেন তৃণমূল থেকে বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। এমনকী সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসাবে থাকা কুন্তল ঘোষ অভিযোগ করেন, ইডি-সিবিআই তাঁর উপর চাপ সৃষ্টি করছে। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কুন্তল। এ নিয়ে হেস্টিংস থানাতেও কুন্তলের অভিযোগপত্র জমা পড়ে।

 

 

 

 

যদিও বৃহস্পতিবারই কুন্তল ঘোষের মামলার শুনানি চলাকালীন ইডির আইনজীবী জানিয়েছিলেন, তাঁরা তদন্তে কোনও রং দেখেন না। তাঁদের কোনও রং নেই। দুর্নীতিবাজদের খুঁজে বের করতে বদ্ধপরিকর তাঁরা। ১৯ জুন পর্যন্ত কুন্তল ঘোষকে জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়।

 

 

 

আরও পড়ুন – পুরনো ভুলে’ ভোট নয় বিজেপিকে, উত্তরবঙ্গ থেকে আর্জি অভিষেকের

 

 

 

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ সংক্রান্ত এক মামলার শুনানিতে নির্দেশও দিয়েছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারে সিবিআই, ইডি। এ নিয়ে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়ায়। এরমধ্যে আবারও বিস্ফোরক কুন্তল ঘোষ। এবার তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা চলছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top