ফলবিক্রেতা মহিলার বিরাট বার্তা !আপনি কুর্নিশ না জানিয়ে থাকতে পারবেন? এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তুলতে সর্বাগ্রে আমাদের পরিষ্কার হতে হবে, চারপাশটাকে সর্বদা পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের নিতে হবে। কর্ণাটকে (Karnataka) এক ফলবিক্রেতা সেই কথাটাই যেন আরও একবার স্পষ্ট করে দিলেন। না, তিনি জ্ঞান দিলেন না। নিজের হাতেই তুলে নিলেন এলাকা সাফাইয়ের দায়িত্ব।
সঙ্গে, একটা বিরাট বার্তা দিয়ে গেলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই কাজ খুবই প্রশংসিত হয়েছে। যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে ওই ফলবিক্রেতা (Fruit Seller) মহিলার দোকান থেকে ক্রেতারা চলে যাওয়ার পর তিনি জায়গাটি পরিষ্কার করছেন। শুধু নিজের দোকানটুকু নয়। পুরো এলাকাটাই পরিষ্কার করলেন তিনি। এখন বলুন একজন ফলবিক্রেতার এহেন পদক্ষেপকে আপনি কুর্নিশ না জানিয়ে থাকতে পারবেন?
বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। একজন বললেন, “যে দেশে সবাই অধিকারের কথা বলেন, সে দেশে খুব কম লোকই নিজেদের কর্তব্যটা পালন করেন।” আর একজন যোগ করলেন, “এটাই আসলে নারীর ক্ষমতায়ন। সবার জন্য সত্যিকারের অনুপ্রেরণা।” তৃতীয় জন দাবি করে বললেন, “তাঁর করুণা, তাঁর ভঙ্গি, তাঁর চলাফেরা, তাঁর শারীরিক ভাষা, তাঁর চিন্তাভাবনা, তাঁর কর্ম, তাঁর আচরণ, তাঁর সাজসজ্জা, এ যেন সত্যিই কবিতা।”
আরও পড়ুন – দুরন্ত বোলিং অ্যাকশন ১০০ বছরের দাদুর ,হন্যে হয়ে খুঁজছেন শোয়েব
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে কর্ণাটকের ওই ফল বিক্রেতা তার ক্রেতাদের ফেলে রাখা আবর্জনা তুলছেন এক-এক করে। সে রাজ্যের উত্তর কন্নড় জেলার আঙ্কোলাতে তিনি একটি ছোট্ট ঠেলাগাড়ির উপরে পাতায় মুড়িয়ে ফল বিক্রি করন। স্বাভাবিক ভাবেই ক্রেতারা তাঁর কাছ থেকে ফল কেনার পর সেখানে ব্যাপক ভাবে পাতা জমা হয়। হাওয়ায় তা ছড়িয়েও পড়ে এলাকার এদিক থেকে সেদিক। সেই সব পাতাগুলিকেই তিনি এককাট্টা করে একটা জায়গায় রেখে পুরো এলাকাটা পরিষ্কার করছিলেন। মহিলাকে দেখা যায়, এক-এক করে পাতা সংগ্রহ করে সেগুলিকে ময়লা ফেলার পাত্রে জড়ো করতে।