প্রথম দিনেই ব‍্যাপক সাড়া মিলল লক্ষ্মীর ভান্ডার ( Lakshmi’s Bhandar ) প্রকল্পে

প্রথম দিনেই ব‍্যাপক সাড়া মিলল লক্ষ্মীর ভান্ডার ( Lakshmi’s Bhandar ) প্রকল্পে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Lakshmi's Bhandar project
প্রথম দিনেই ব‍্যাপক সাড়া মিলল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ( Lakshmi's Bhandar )
ছবি সংগ্রহে সাইন টিভি

প্রথম দিনেই ব‍্যাপক সাড়া মিলল মুখ‍্যমন্ত্রীর উদ‍্যোগে রাজ‍্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ( Lakshmi’s Bhandar  )। লক্ষ্য মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সেই লক্ষ্যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ( Lakshmi’s Bhandar  ) নাম নথিভুক্ত করার জন্য প্রথম দিনেই ব্যাপক সাড়া পেল। প্রতিটি জেলায় বহু মহিলা লাইনে দাঁড়ালেন নাম নথিভুক্তকরণ এর জন্য।

হাওড়া

বিধানসভা ভোটের আগে প্রথম দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথী কার্ড নজর কেড়েছিল। এবারে ভোটের পরে প্রথম দুয়ারে সরকারের প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডার ( Lakshmi’s Bhandar  ) একইভাবে নজর কাড়ল। সোমবার সকাল থেকেই হাওড়ার বিভিন্ন শিবিরে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে মহিলাদের ভিড় উপচে পড়ল।

প্রশাসন সূত্রে খবর প্রথম দিনেই হাওড়ায় ৬৭ টা ক্যাম্প হয়েছে। এই ৬৭ টি ক্যাম্প ছাড়াও শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তোলা ও জমা নেওয়ার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অন্যত্র আরও একটি করে সরকারি ক্যাম্পে খোলা হল।  হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বলেন হাওড়া জেলায় আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১৮ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা। সরকারি সুবিধা যাতে উপভোগ তাদের কাছে যথাযথভাবে পৌঁছায় সে জন্য তৎপর রয়েছে হাওড়া জেলা প্রশাসন। লক্ষীর ভান্ডার ( Lakshmi’s Bhandar )  ফরম পূরণের ক্ষেত্রে টাকা পাওয়ার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন। সেজন্য ব্যাংকের পক্ষ থেকেও ক্যাম্পগুলোতে স্টল দেওয়া হয়। হাওড়ার উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি এই কাজটি করা হয় শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে। এদিন এই ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের জনসাস্থ কারিগরি মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পুলক রায়।

নদীয়া

মুখ্যমন্ত্রীর উদ্যোগে 16 ই আগস্ট থেকে পুনরায় পথ চলা শুরু হলো “দুয়ারে সরকার” কর্মসূচির। একই সঙ্গে এই কর্মসূচির সঙ্গে যোগ হলো” পাড়ায় সমাধান”কর্মসূচীও। 16 ই আগস্ট রানাঘাট নজরুল মঞ্চে দুয়ারে সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার, প্রাক্তন বিধায়ক শংকর সিংহ, রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেক বিশিষ্টজন।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুয়ারের সরকার কর্মসূচির শুভ উদ্বোধন হয়।

 

আর ও পড়ুন  আজ রাজ্য জুড়ে পালিত হল ‘খেলা হবে’ দিবস ( Khela Hobe Dibas )

 

আজ থেকেই রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় রানাঘাট নজরুল মঞ্চ ও আহেলীতে দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা। মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি লক্ষীর ভান্ডার ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবারে দুয়ারের সরকারের বিশেষ আকর্ষণ বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে আসা অতিথিবর্গ। দুয়ারের সরকার ও পাড়ায় সমাধান এই দুটি কর্মসূচিকে ঘিরে আজ রানাঘাট আহেলীতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল লক্ষ্য করার মতো।এই দিন জেলাশাসক দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সাথে কথা বলেন ।

পুরুলিয়া

স্বাস্থ্য বিধি মেনেই মুখ্যমন্ত্রী ঘোষনা অনুযায়ী দ্বিতীয় দফায় দুয়ারে সরকার শুরু হলো। সবচেয়ে বেশি সাড়া মিলল লক্ষ্মীর ভান্ডার ( Lakshmi’s Bhandar )  প্রকল্পে। সোমবার জেলার প্রতিটি ব্লকের পঞ্চায়েত এলাকায় দুটি করে ক্যাম্প করা হয়েছে। গত এক মাস ধরেই চলবে এই কর্মসুচী।  জেলা প্রশাসন সুত্রে জানা  গিয়েছে, জেলায় মোট ১০৫৪টি ক্যাম্প হবে। জেলার প্রতিটি ব্লকেই গ্রাম পঞ্চায়েতে এলাকায় ২টি করে শিবির হবে।

 

তাছাড়াও জেলার ৩টি পৌরসভায় প্রতিদিন ২টি করে ওয়ার্ডে ১টি করে ক্যাম্প চলবে জেলা প্রশাসন সুত্রে জানাগিয়েছে।   এদিন জেলাশাসক রাহুল মজুমদার বাগমুন্ডি ব্লক এর অযোধ্যা পাহাড়ের হিলটপে একটি ক্যাম্পে সকাল ১০টায় হাজির হন। সেখানে ছৌনাচের নাচের মধ্য দিয়ে ক্যাম্প শুরু হয়েছে। এই শিবির থেকে সুবিধা পেতে গেলে কি কি নথি প্রয়োজন এদিন জেলাশাসক নিজে মাইক্রোফোন নিয়ে সাঁওতালী ভাষায় এই কথা জানিয়ে দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top