Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
The Lakshmi's treasure Project in the dark of the night!

রাতের অন্ধকারে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi’s treasure) !

রাতের অন্ধকারে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi’s treasure) !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Lakshmi's treasure
রাতের অন্ধকারে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi's treasure) !
ছবি সংগ্রহে সাইন টিভি

 

অন্ধকারে ঘুপচির মধ্যে একটি টেবিল নিয়ে বসে প্রধান, মাথার ওপর ত্রিপল খাটিয়েই এলইডি ব্লাব আর টর্চের আলোতে ই চলছে দুয়ারে সরকার, আসলো’ই এই ‘নাইট শেল্টারে’ই চলছে সরকারি প্রকল্পের ফর্ম বিক্রির করবার! আর তাতেই কিনা জড়িত খোদ পঞ্চায়েত প্রধান।

 

আর ওপড়ুন    শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ বেঙ্গল সাফারিতে (Bengal Safari) ৪ বছরে ৭ টি বাঘ

 

৫০০ টাকয় বিক্রি হচ্ছে লক্ষ্মী ভান্ডারের (Lakshmi’s treasure) ফর্ম। আরও এক দুর্নীতির ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের খেজুরির হলদিবাড়ি অঞ্চলে। ৫০০ টাকায় লক্ষ্মীর ভান্ডার (Lakshmi’s treasure) প্রকল্পের ফর্ম বিলির অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

 

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলে। অভিযোগ, সোমবার খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প হওয়ার কথা। কিন্তু রবিবার রাতের অন্ধকারে তৃণমূলের অঞ্চল প্রধান ও এক সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে টাকার বিনিময়ে দুয়ারে সরকারের ফর্ম বিক্রি করছেন তৃণমূল নেতৃত্ব।

 

এই ঘটনায় প্রধান তাপস প্রামাণিক ও খেজুরি থানার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ভুঁইঞার নাম উঠে আসছে। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। খেজুরি বিধানসভার বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, “আমরা গোপন সূত্রে খবর পাই রাতে অঞ্চল প্রধান তাপস প্রামাণিক এক সিভিক ভলেন্টিয়ার ও বেশ কয়েক জন সরকারি আধিকারিকদের নিয়ে অঞ্চল অফিসে ৫০০ টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করছেন।”

 

খবর পাওয়া মাত্রই তিনি গোটা বিষয়টি বিডিওকে জানান। বিধায়ক বলেন. “আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় যে রকম নির্দেশ দিয়েছেন, ক্যাম্পে থেকে দুয়ারে সরকারের ফর্ম নিতে হবে। সেই মতো যদি করা হয় তাহলে খুব ভালো হবে। না হলে বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যেরকম ফল দেখিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তার থেকে আরও খারাপ রেজাল্ট হবে।”

 

অপরদিকে তৃণমূল এই সব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “বিজেপির কাজ হচ্ছে বিরোধিতা করা। আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এইসব রটাচ্ছে। এই মিথ্যা অপবাদ দিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে না। মানুষ এর যোগ্য জবাব দিয়েছে গত বিধানসভায়।”

 

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলে। অভিযোগ, সোমবার খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প হওয়ার কথা। কিন্তু রবিবার রাতের অন্ধকারে তৃণমূলের অঞ্চল প্রধান ও এক সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে টাকার বিনিময়ে দুয়ারে সরকারের ফর্ম বিক্রি করছেন তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় প্রধান তাপস প্রামাণিক ও খেজুরি থানার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ভুঁইঞার নাম উঠে আসছে। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। খেজুরি বিধানসভার বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, “আমরা গোপন সূত্রে খবর পাই রাতে অঞ্চল প্রধান তাপস প্রামাণিক এক সিভিক ভলেন্টিয়ার ও বেশ কয়েক জন সরকারি আধিকারিকদের নিয়ে অঞ্চল অফিসে ৫০০ টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করছেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top