নিউজ ডেস্ক, ৮ নভেম্বর, ২০২০: ৯৩-এ পা দিলেন লালকৃষ্ণ আডবাণী। রবিবার দলের বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা ৷ দেশের গঠনে বড় ভুমিকা রয়ছে আডবাণীর।
তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন। পাশাপাশি, আডবাণীর। বাসভবনে গিয়ে নিজে হাতে কেক ও খাইয়ে দিয়েছেন তাঁকে প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বিজেপির প্রবীণ নেতা দেশের সপ্তম উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীর ১৯২৭ সালের ৮ নভেম্বর জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। তাঁর পিতার নাম কিশনচন্দ আডবাণী তাঁর মায়ের নাম জানী দেবী৷ তাঁর পিতা উদ্যোগপতি ছিলেন৷
भाजपा को जन-जन तक पहुंचाने के साथ देश के विकास में अहम भूमिका निभाने वाले श्रद्धेय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई। वे पार्टी के करोड़ों कार्यकर्ताओं के साथ ही देशवासियों के प्रत्यक्ष प्रेरणास्रोत हैं। मैं उनकी लंबी आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं।
— Narendra Modi (@narendramodi) November 8, 2020
দেশভাগের সময় তাঁর পরিবার পাকিস্তান ছেড়ে মুম্বইতে এসেছিলেন৷ তিনি ল কলেজ অফ বোম্বে ইউনিভার্সিটি তে আইন নিয়ে পড়াশুনো করেন৷ তাঁর স্ত্রী-র নাম কমলা আডবাণী , তাঁর ছেলে জয়ন্ত আডবাণী ও মেয়ে প্রতিমা আডবাণী৷
আরও পড়ুন…আমেরিকার শাসনে জো বাইডেন, বিদায় ট্রাম
লালকৃষ্ণ আডবাণী ২০০২ থেকে ২০০৪ অবধি অটল বিহারী বাজপেয়ীর সময় উপ প্রধানমন্ত্রী ছিলেন৷ এর আগে ১৯৯৮ থেকে ২০০৪ অবধি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ আজ তাঁর জন্মদিন উপলক্ষে রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।