শিশুমৃত্যুর পর বেহালার জনতার ক্ষোভের পরই বাহিনী নিয়ে তৎপর লালবাজার

শিশুমৃত্যুর পর বেহালার জনতার ক্ষোভের পরই বাহিনী নিয়ে তৎপর লালবাজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিশুমৃত্যুর পর বেহালার জনতার ক্ষোভের পরই বাহিনী নিয়ে তৎপর লালবাজার, বাহিনী নিয়ে বিশেষ তৎপরতা দেখা গেল লালবাজারের অন্দরে। বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় ৭ বছরের সৌরনীলের মৃত্যুর পর ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। সেই ক্ষোভ সামলাতে ছুটে যেতে হয়েছিল খোদ পুলিশ কমিশনারকে। তার আগে জনতার ছোড়া ইটে মাথায় ফেটেছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তার। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ ভ্যান। বেহালার এই ঘটনা উদ্বিগ্ন করেছে লালবাজারকেও। খোদ মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। কথা বলেছেন শীর্ষ কর্তাদের সঙ্গে।

 

 

 

 

 

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে শুক্রবারের মতো নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়েও তৎপর হয়েছে লালবাজার। আইনশৃঙ্খলার পরিস্থিতি অনুয়ায়ী অতিরিক্ত কমিশনার, কন্ট্রোল রুম প্রয়োজন অনুযায়ী ফোর্স মোতায়েন করবে। পর্যাপ্ত মহিলা বাহিনী মোতায়েনেও জোর দেওয়া হয়েছে। গোটা ব্যবস্থার উপর ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি রাখবেন বলে খবর লালবাজার সূত্রে।

 

 

আরও পড়ুন – পথ দুর্ঘটনায় স্কুলপড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা, জ্বলল পুলিশ ভ্যান

 

 

 

শিশুমৃত্যুর পর বেহালার জনতার ক্ষোভের পরই বাহিনী নিয়ে তৎপর লালবাজার। কলকাতা পুলিশের সমস্ত ডিভিশন ও থানাতে নির্দেশিকা পাঠিয়েছে লালবাজার। সেই নির্দেশিকায় বাহিনীর উপস্থিতি ও মোতায়েন সংক্রান্ত বিষয়ও স্পষ্ট করা হয়েছে। প্রতিটি থানাতে ওসি বা অতিরিক্ত ওসিকে থাকতে হবে। থানা, ব্যারাক, ডিভিশন সহ সমস্ত ইউনিটে সবসময় মোট বাহিনীর ২৫ শতাংশ উপস্থিত থাকা বাধ্যতামূলক। এবং রোজ বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষত রাতে এই ফোর্স থাকা বাধ্যতামূলক।

 

 

আরও পড়ুন –মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সশস্ত্র ধৃত নূর আমিনের পরিচয় নিয়ে চাঞ্চল্যকর দাবি…

 

শিশুমৃত্যুর পর বেহালার জনতার ক্ষোভের পরই বাহিনী নিয়ে তৎপর লালবাজার। কলকাতা পুলিশের সমস্ত ডিভিশন ও থানাতে নির্দেশিকা পাঠিয়েছে লালবাজার। সেই নির্দেশিকায় বাহিনীর উপস্থিতি ও মোতায়েন সংক্রান্ত বিষয়ও স্পষ্ট করা হয়েছে।

 

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top