Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
‘বিজেপি সরকারকে বহিষ্কৃত করতে সবরকম প্রস্তুতি নেব’,বার্তা লালুর,

‘বিজেপি সরকারকে বহিষ্কৃত করতে সবরকম প্রস্তুতি নেব’, বার্তা লালুর ,

‘বিজেপি সরকারকে বহিষ্কৃত করতে সবরকম প্রস্তুতি নেব’, বার্তা লালুর ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বিজেপি সরকারকে বহিষ্কৃত করতে সবরকম প্রস্তুতি নেব’, বার্তা লালুর , বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে অনেক আগেই বিরোধী-জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছেন JD(U) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। ইতিমধ্যে তাঁর উদ্যোগে পাটনায় বৈঠকেও বসেছিল অবিজেপি দলগুলি। যদিও সেটা ফলপ্রসূ হয়নি। তবে হাল ছাড়তে নারাজ বিরোধী নেতৃত্ব। তাই এবার বেঙ্গালুরুতে (Bengaluru) দ্বিতীয় দফায় বৈঠকে বসতে চলেছেন বিরোধীরা। এবার দু-দিন ব্যাপী বৈঠকের আয়োজন করা হয়েছে। আর শারীরিক অসুস্থতা সরিয়ে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ঘোষণা করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা RJD প্রধান লালু প্রসাদ যাদব। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে যে তিনি মরিয়া তা বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগেই জানিয়ে দিলেন বর্ষীয়ান রাজনীতিক (Lalu Prasad Yadav)।

 

 

 

 

 

প্রসঙ্গত, বিরোধী-জোট গড়তে গত ২৩ জুন পাটনায় প্রথমবার অবিজেপি দলগুলির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। নীতীশ কুমারের নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে লালু প্রসাদ যাদব থেকে শুরু করে কংগ্রেসের রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি-র তরফে শরদ-কন্যা সুপ্রিয়া সুলে সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 

আগামী ১৭ জুলাই ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী-জোটের বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন JD(U), কংগ্রেস, NCP সহ অবিজেপি দলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে এই বৈঠককে স্বাগত জানিয়ে টুইট করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এবার এই বৈঠকে উপস্থিত থাকার কথা নিশ্চিত করলেন বর্ষীয়ান রাজনীতিক লালু প্রসাদ যাদব।

 

 

আরও পড়ুন –  সড়ক প্রকল্পের উদ্বোধনের পর ভোটমুখী ছত্তীসগঢ় সফরে প্রধানমন্ত্রী মোদী

 

 

 

 

 

জানা গিয়েছে, অসুস্থতার জন্য দিল্লিতে গিয়েছেন লালু প্রসাদ যাদব। বৃহস্পতিবারই পাটনা থেকে দিল্লি যান তিনি। তবে দিল্লি বিমান ধরার প্রাক্কালে পাটনা বিমানবন্দরে দাঁড়িয়েই বিরোধী-জোটের বৈঠকে উপস্থিত থাকার কথা ঘোষণা করেন লালু প্রসাদ। রুটিন চেকাপের জন্যই তিনি দিল্লি যাচ্ছেন জানিয়ে RJD প্রধান বলেন, “রক্ত পরীক্ষা সহ রুটিন চেকাপের জন্য আমি দিল্লি যাচ্ছি। তারপর আমি পাটনায় ফিরে আসব এবং বিরোধী দলের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু যাব। ২০২৪-এর লোকসভা ভোটে কেন্দ্র থেকে মোদী সরকারকে বহিষ্কৃত করতে সমস্ত রকম প্রস্তুতি নেব।”

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top