পর্যটকদের পছন্দের তালিকায় এখন লাটাগুড়ির ফ্যামিলি প্যাক চমচম। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা গরুমারা জাতীয় উদ্যান। যেখানে সব সময় লেগে থাকে পর্যটকদের আনাগোনা। আর সেখানেই পর্যটক কেন্দ্রিক এক বাজার হয়ে গড়ে উঠেছে । শুধু পর্যটক নয় সেখানে চলে গ্রামীণ বাজার। ফলে স্বাভাবিক ভাবেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন রকমারি খাবার তৈরি করেন ব্যবসায়ীরা। এবার পর্যটকদের আকর্ষণ টানতে লাটাগুড়ির এক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী নতুন ভাবনার প্রয়োগ ঘটিয়েছেন। পরিবারে সকলে মিলে একটি চমচম ভাগ করে খেতে পারেন। একটি দিয়েই পুরো পরিবার খেতে পারবেন। অভিনব এই চমচমের নাম দিয়েছেন ফ্যামিলি প্যাক চমচম। যার দাম ২০০ টাকা।
আরও পড়ুনঃ টেন্ডারে কারচুপির অভিযোগ তুলে মানিকচকের বিডিও শ্যামল মন্ডলকে লিখিত দায়ের করল অভিযোগ
যা পর্যটকদের অনেকটাই পছন্দের বলে জানিয়েছেন মিষ্টি ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, ” পর্যটকদের জন্য নিত্য নতুন আইটেম তৈরি করি। আমাদের ফ্যামিলি প্যাক চমচম খুবই জনপ্রিয়। পর্যটকরা এটা পছন্দ করেছেন। ” সেই মিষ্টির দোকানে শুধু ফ্যামিলি প্যাক চমচম নয়। এছাড়াও বিভিন্ন সাইজের ল্যাংচা, রকমারি মিষ্টি, দই, রসমালাই সহ প্রায় অনেক ধরনের মিষ্টির আইটেম রয়েছে। তা খেয়ে পর্যটকরাও বেশ আপ্লুত। এই বিষয়ে এক পর্যটক তন্ময় মিত্র বলেন, ” গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে এসেছি পরিবার নিয়ে। খুব সুন্দর পরিবেশ এখানে। এই মিষ্টির দোকানে বেশ অনেক কয়েক ধরনের মিষ্টি রয়েছে। আমার ক্ষির দই, মিষ্টি দই, চমচম আমার খুবই ভালো লেগেছে।”
যা পর্যটকদের অনেকটাই পছন্দের বলে জানিয়েছেন মিষ্টি ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, ” পর্যটকদের জন্য নিত্য নতুন আইটেম তৈরি করি। আমাদের ফ্যামিলি প্যাক চমচম খুবই জনপ্রিয়। পর্যটকরা এটা পছন্দ করেছেন। ” সেই মিষ্টির দোকানে শুধু ফ্যামিলি প্যাক চমচম নয়। এছাড়াও বিভিন্ন সাইজের ল্যাংচা, রকমারি মিষ্টি, দই, রসমালাই সহ প্রায় অনেক ধরনের মিষ্টির আইটেম রয়েছে। তা খেয়ে পর্যটকরাও বেশ আপ্লুত। এই বিষয়ে এক পর্যটক তন্ময় মিত্র বলেন, ” গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে এসেছি পরিবার নিয়ে। খুব সুন্দর পরিবেশ এখানে। এই মিষ্টির দোকানে বেশ অনেক কয়েক ধরনের মিষ্টি রয়েছে। আমার ক্ষির দই, মিষ্টি দই, চমচম আমার খুবই ভালো লেগেছে।” পরিবারে সকলে মিলে একটি চমচম ভাগ করে খেতে পারেন। একটি দিয়েই পুরো পরিবার খেতে পারবেন। অভিনব এই চমচমের নাম দিয়েছেন ফ্যামিলি প্যাক চমচম। যার দাম ২০০ টাকা।