নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ অক্টোবর, ২০২০ মনীশ খুনে সি বি আই তদন্তের দাবিতে পথে নেমেছেন আইনজীবীরা। ব্যাংকসাল কোর্টের সামনে প্রথমে বিক্ষোভ করতে দেখা গিয়েছে আইনজীবীদের। তারপরে স্ট্যান্ড রোড হয়ে রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীরা।
রাজভবনে গিয়ে আইনজীবীরা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সি আই ডি এর তদন্ত করে তথ্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই রাজ্যপালের কাছে সিআইডি নয় সরাসরি কেন্দ্রের তদন্দকারি সংস্থা দিয়ে মনীশ খুনের তদন্ত করার দাবি জানিয়েছেন আইনজীবীরা
আরও পড়ুন…হাথরসের ঘটনায় দেশ জুড়ে ‘অবস্থান সত্যাগ্রহ’ ডাক কংগ্রেসের
যেহেতু মনীশ একজন আইনজীবী ছিলেন সেই জায়গা থেকেই তাঁর খুনের ঘটনায় জারা যুক্ত রয়েছেন তাঁদের শাস্তির দাবি তুলেছেন আইনজীবীরা।